পাটনা: ভোট বড় বালাই। এই ভোটের জন্য অনেক প্রতিশ্রুতি দিতে হয়। সেগুলি পূরণ করতে না পারলে অনেক সাফাই দিতে হয়। এগুলো রাজনৈতিক নেতাদের পক্ষের অবস্থান। আর ভোটারদের কাছেও যে ভোট বড় বালাই তা প্রমাণ করে দিল এনডিএ শাসিত রাজ্যের একটি গ্রাম। যেখানে ভোট দিতে যাওয়ার জন্য সাঁকো নির্মাণ করলেন গ্রামবাসীরা।
ঘটনাটি পড়শি রাজ্য বিহারের। ওই রাজ্যের গয়া জেলার শঙ্কর বিঘা গ্রামের বাসিন্দারা নদীর উপর দিয়ে সাঁকো নির্মাণ করেছেন কেবলমাত্র ভোট দিতে যাওয়ার জন্য। ওই সাঁকো না থাকলে অনেকটা পথ ঘুরে ভোট দিতে যেতে হবে গ্রামবাসীদের। সেই প্রতিকূলতা দূর করতেই এই উদ্যোগ। গ্রামবাসীরা সম্পূর্ণ নিজেদের খরচে নদীর উপরে ওই সাঁকো নির্মাণ করেছেন।
আরও পড়ুন- অসম হিংসায় মদত রয়েছে পিএফআই’য়ের দাবি হিমন্তের
চলতি মাসের ২৯ তারিখে ওই এলাকার পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ রয়েছে। ভোট দিতে বুথে যাওয়ার জন্য ওই নদী পার করে যেতে হবে। সাধারণত ওই নদীতে খুব বেশি জল থাকে না। কিন্তু বর্ষার কারণে এখন নদী জলে পরিপূর্ণ। ভোটের দিন সেই জল কমার কোনও সম্ভাবনা নেই। সেই কারণেই সাঁকো নির্মাণের পরিকল্পনা করে করে গ্রামবাসীরা। শুক্রবার সেই কাজ সম্পন্ন হয়ে গিয়েছে।
এই ধরনের কাজ স্থানীয় পঞ্চায়েতের মাধ্যমে হয়ে থাকে। কিন্তু সেসব কিছুই হয়নি। তাই গ্রামবাসীদের এই উদ্যোগ। স্থানীয় এক ব্যক্তির কথায়, “নিরাপদে নদী পারাপার করার জন্য এই সাঁকো নির্মাণ করা হয়েছে। এখানে সাঁকো নির্মাণের জন্য অনেক বার সরকারের কাছে আবেদন করা হয়েছে কিন্তু কোনও কাজ হয়নি। তাই আমাদেরকেই উদ্যোগ নিতে হল।”
আরও পড়ুন- প্রাণবন্ত গণতন্ত্রের বড় উদাহরণ ভারত, রাষ্ট্রসংঘে দাবি মোদির
বিহারের শাসন ক্ষমতা রয়েছে এনডিএ জোটের হাতে। মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের কীর্তি নিয়ে গর্ব করে জেডিইউ কর্মীরা। ওই রাজ্যের গয়া জেলার এই ছবি প্রশ্ন তুলে দিল সেই উন্নয়ন নিয়ে। পাশাপাশি প্রশ্ন উঠতে শুরু করেছে বিজেপির ডবল ইঞ্জিন সরকারের ভূমিকা নিয়েও।