কলকাতা: প্যারিস অলিম্পিক্স (Paris Olympics 2024) ফাইনাল থেকে দুর্ভাগ্যজনক বিদায়ের পর অসুস্থ হয়ে পড়েছিলেন ভারতের প্রাক্তন কুস্তিগির বিনেশ ফোগাট (Vinesh Phogat)। তিনি যখন হাসপাতালে প্রবল মনোকষ্টে ভুগছেন, সে সময় তাঁর সঙ্গে কথা বলতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। হরিয়ানা বিধানসভা নির্বাচনে (Haryana Assembly Elections 2024) জুলানার কংগ্রেস প্রার্থী বিনেশ জানাচ্ছেন, তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে চাননি। কারণ তিনি চাননি তাঁর আবেগ এবং লড়াইকে রাজনৈতিক ফায়দায় ব্যবহার করা হোক।
তারকা কুস্তিগির বলেন, সরাসরি আমার কাছে কল আসেনি। ওখানে উপস্থিতি কয়েকজন ভারতীয় আধিকারিক আমায় বলেন, প্রধানমন্ত্রী কথা বলতে চান। আমি কথা বলতে প্রস্তুত ছিলাম কিন্তু ওঁরা দুটি শর্ত দেন। এক, ফোন কলের সময় আমার দলের কেউ উপস্থিত থাকতে পারবে না। দুই, ওঁদের পক্ষ থেকে দু’জন ফোনালাপ রেকর্ড করবেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্য। আমি চাইনি আমার আবেগ এবং কঠিন পরিশ্রম নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঠাট্টা হোক।
আরও পড়ুন: খোরপোশ মামলায় সোশ্যাল মিডিয়া নিয়ে বড় রায় আদালতের
বিনেশ আরও বলেন, প্রধানমন্ত্রী যদি সত্যিই অ্যাথলিটদের কথা ভাবতেন তাহলে রেকর্ডিং ছাড়াই ফোন করতে পারতেন, আমি কথা বলে কৃতজ্ঞ বোধ করতাম। হয়তো তিনি জানেন আমি তাঁকে আগের দু’ বছরের কথা জিজ্ঞাসা করতা। হয়তো সে কারণেই আমার দিক থেকে কোনও ফোন রাখতে দেওয়া হয়নি। কারণ ওদের তরফের ভিডিও ওরা এডিট করতে পারবে কিন্তু আমি এডিট করব না, আসল ভিডিও পোস্ট করে দেব। সে কারণেই আমাকে ফোন রাখতে দেয়নি ওরা।
দেখুন অন্য খবর: