মুম্বই: দিন দুই আগে ড্রাগ-অন-ক্রুজ মামলায় শাহরুখ খানের ছেলেকে আটক করা হয়। তারপরই সামাজিক মাধ্যমে একটি সেলফি ভাইরাল হয়। সেই সেলফিতে শাহরুখের ছেলে আরিয়ান খানের সঙ্গে দুই ব্যক্তিকে দেখা গিয়েছে। তাঁরা দুজনেই বিজেপির সঙ্গে যুক্ত বলে বুধবার অভিযোগ করলেন মহারাষ্ট্রের এক মন্ত্রী। তাই, কীভাবে বাইরের লোক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) কাজের সঙ্গে যুক্ত হলেন তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। যদিও এ খবর লেখা পর্যন্ত বিজেপি তরফে কোনও পাল্টা বক্তব্য পাওয়া যায়নি।
এনসিপি নেতা-মন্ত্রী নবাব মালিক বলেন, বিজেপির সহ -সভাপতি মণীশ ভানুশালীকে এনসিবি অভিযানে দেখা গিয়েছে। এই অভিযান মহারাষ্ট্রকে কলঙ্কিত করার অপচেষ্টা বিজেপির।
এনসিবির জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের নেতৃত্ব ওই ক্রুজে অভিযান চালানো হয়। সেই অভিযানের পর ধৃতদের আনার সময়কার একাধিক ভিডিও ভাইরাল হয়েছে। আর সেই ভিডিওতে দেখা যাচ্ছে, বিজেপির সহ-সভাপতি মণীশ ভানুশালী ড্রাগ মামলায় জড়িত আরবাজ মার্চেন্টকে হাত ধরে নিয়ে যাচ্ছেন।
আরও পড়ুন-লখিমপুর বিতর্কের মাঝেই মোদি-যোগী কথা
আরও অভিযোগ, মণীশ ভানুশালী মহারাষ্ট্র বিজেপির সহ সভাপতি। প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের ঘনিষ্ট। তিনি একাধিক মামলায় অভিযুক্ত। দাবি এনসিপি মুখপাত্র নবাব মালিকের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও মনীশের ছবি তুলে ধরেন তিনি।
আরও পড়ুন-এনসিবি কর্তার সরাসরি বলিউড যোগ
রবিবার মাদককাণ্ডে আরিয়ান খানকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। আরিয়ানের চশমার বাক্স থেকে মাদক উদ্ধার হওয়ায় মাদক আইনের ৮সি, ২০বি, ২৭ এবং ৩৫ নম্বর ধারায় অভিযোগ দায়ের করা হয়। কর্ডেলিয়া ক্রুজ নামক এক প্রমোদতরণীতে তিনদিন এক মিউজিক্যাল যাত্রার আয়োজন করা হয়েছিল। বলিউড, ফ্যাশন ও বাণিজ্যজগতের সদস্যরা ওই অনুষ্ঠানে অংশ নিয়েছিল। ক্রে’আর্ক নামক ওই অনুষ্ঠানের আয়োজন করেছিল ফ্যাশন টিভি ইন্ডিয়া। হাজির ছিলেন আরিয়ানসহ ইন্ডাস্ট্রি ঘনিষ্ঠ বেশ কিছু ব্যক্তি।