বিশাখাপত্তনম: ভয়াবহ রেল দুর্ঘটনার (Train Accident) রেশ এখনও কাটেনি। তার মধ্যেই ফের দুর্ঘটনার কবলে ট্রেন। অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) আনেকাপাল্লিতে লাইনচ্যুত (Derailed) মালগাড়ি (Goods Train) । ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের থাডি এবং আনাকাপাল্লি স্টেশনের মাঝখানে। ঘটনার জেরে বিপর্যস্ত হয়ে পড়ে রেল পরিষেবা। দীর্ঘক্ষণ এই রুটের সমস্ত ট্রেন থমকে যায়। চরম দুর্ভোগের শিকার হন যাত্রীরা।
জানা গিয়েছে, বুধবার ভোররাতে একটি কয়লা বোঝাই মালগাড়ির বেশ কয়েকটি কামরা লাইনচ্যুত হয়ে যায়। ঘটনার জেরে দক্ষিণ মধ্য রেলের তরফে মোট ছয়টি ট্রেন বাতিল করা হয়েছে। বিশাখাপত্তনম-লিঙ্গমপল্লী, বিশাখাপত্তনম-বিজয়ওয়ারা, বিজয়ওয়ারা-বিশাখাপত্তনম, বিশাখাপত্তনম-গুণ্টুর ট্রেনগুলি বাতিল করা হয়। কেবলমাত্র বুধবারই নয়, বৃহস্পতিবারও লিঙ্গমপল্লী-বিশাখাপত্তনম এবং গুণ্টুর-বিশাখাপত্তনম এই ট্রেন দুটি বাতিল করা হয়েছে। ব্যাহত হয়েছে বিশাখাপত্তনম-সেকেন্দরাবাদ বন্দে ভারত এক্সপ্রেস পরিষেবাও। বুধবার ভোর ৫টা বেজে ৪৫ মিনিটে ছাড়ার কথা ছিল বন্দে ভারত এক্সপ্রেসের। দুর্ঘটনার জেরে তিন ঘণ্টা দেরিতে ছাড়ে ট্রেনটি। স্বাভাবিকভাবেই রেলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন যাত্রীরা।
আরও পড়ুন:Jammu Earthquake | পরপর চারবার ফের ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু, আতঙ্ক ছড়াচ্ছে
অন্যদিকে, ওড়িশার কালাহান্ডি জেলার কেসিঙ্গা স্টেশনে একটি মালগাড়ি লাইনচ্যুত হতে হতে কোনওমতে রক্ষা পায়। লোকো পাইলটের উপস্থিত বুদ্ধির জোরে বরাতজোরে রক্ষা পায় ট্রেনটি। জানা গিয়েছে, অ্যালুমিনিয়াম বোঝাই ওই মালগাড়িটি দামানজোড়ি থেকে আঙ্গুলের উদ্দেশে যাচ্ছিল। কেসিঙ্গা স্টেশন পার হওয়ার সময়ই ওই মালগাড়ির বেশ কিছু কামরা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। লোকো পাইলটের নজরে আসে বিষয়টি। তৎক্ষণাৎ তিনি ট্রেন থামিয়ে দেন। একটু দেরি হলেই এই ট্রেনটিও লাইনচ্যুত হয়ে পড়ত। অল্পের জন্য বিপদের হাত থেকে রক্ষা পায় ট্রেনটি। এরপর সংশ্লিষ্ট স্টেশনে থামিয়ে মালগাড়িটিকে মেরামত করা হয়।