নয়াদিল্লি: দিল্লির (Delhi) কোচিং সেন্টারে বৃষ্টির জল ঢুকে তিন পড়ুয়ার মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজ্যসভায় (Rajya Sabha) স্বল্প সময়ের আলোচনা করতে অনুমতি দিয়েছেন উপ-রাষ্ট্রপতি তথা রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar) । এমনকী এর জন্য বাজেট নিয়ে আলোচনাকেও সরিয়ে রাখা হয়। তড়িঘড়ি রাত ১টায় এই আলোচনার জন্য ডাক দেন ধনখড়।
তৃণমূলের (TMC) রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brien) এই তৎপরতার প্রশংসা করেছেন, সেই সঙ্গে প্রশ্ন তুলেছেন, অন্যান্য বিষয়েও রাজ্যসভায় এই তৎপরতা কেন দেখানো হয় না। ডেরেক বলেন, “আমি ওই ছাত্রছাত্রীদের অভিভাবকদের প্রতি সমবেদনা জানাচ্ছি। একই সঙ্গে আমার প্রশ্ন, রাজ্যসভায় আমরা রেল দুর্ঘটনা, নিট কাণ্ডে ক্ষতিগ্রস্ত ২৪ লক্ষ ছেলেমেয়ে, মণিপুরের ৬০ হাজার নরনারীর দুর্দশা নিয়ে আলোচনায় সমান তৎপরতা, দ্রুততা, ব্যগ্রতা দেখিয়েছি? আমরা কি অন্য আলোচনা বন্ধ রেখেছি, রাত ১টায় আলোচনা শুরু করার কথা বলেছি?”
আরও পড়ুন: কেজরিওয়ালের বিরুদ্ধে ফের চার্জশিট দিল সিবিআই
এরপর নিজের বক্তব্যের দ্বিতীয় ভাগে ডেরেক জানান, রাজ্যসভার অধিবেশনে মোট সময় ১৯০ ঘণ্টা। তার মধ্যে সরকার পক্ষের জন্য বরাদ্দ ৭০ ঘণ্টা এবং বিরোধীদের জন্য ২৫ থেকে ৩০ ঘণ্টা। তাই তৃণমূল সাংসদের আবেদন, বিরোধীদের তোলা ইস্যু নিয়েও ভবিষ্যতে একইরকম তৎপরতা দেখানো হোক।
দিল্লিতে পড়ুয়াদের দুর্ভাগ্যজনক মৃত্যু নিয়ে আলোচনা রাখতে উপ-রাষ্ট্রপতি বলেছিলেন, কোচিং ক্লাস এখন ব্যবসা হয়ে দাঁড়িয়েছে। সংবাদপত্র খুললেই তাদের বিজ্ঞাপন চোখে পড়ে। ডেরেক বলেন, “আমরা সবাই এটা নিয়ে চিন্তিত। কিন্তু সরকার পক্ষ কি জাতীয় শিক্ষানীতিতে এ নিয়ে পদক্ষেপ নিয়েছে। আজ দিল্লির ঘটনায় আমরা চিন্তিত, হওয়ারই কথা। কিন্তু এর সবথেকে বড় উদাহরণ হল কোটা।”
দেখুন অন্য খবর: