নয়াদিল্লি: মঙ্গলবার সংসদে শপথগ্রহণের শেষে ‘জয় প্যালেস্তাইন’ স্লোগান দিয়ে বিতর্ক সৃষ্টি করেছেন হায়দরাবাদের লোকসভা সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি (Asaduddin Owaisi)। অবিলম্বে ওই স্লোগান লোকসভার (Loksabha) নথি থেকে মুছে ফেলা হয়েছে। বহু বিজেপি নেতা বলছেন, এই কাণ্ড ঘটানোর জেরে বাতিল হতে পারে ওয়েইসির সাংসদ পদ, কারণ তিনি বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য দেখিয়েছেন।
সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু (Kiren Rijiju) জানিয়েছেন, তিনি এআইএমআইএম (AIMIM) নেতার স্লোগান নিয়ে একাধিক সাংসদের থেকে অভিযোগ পেয়েছেন। রিজিজু বলেন, “প্যালেস্তাইন বা অন্য কোনও দেশের সঙ্গে আমাদের শত্রুতা নেই। কিন্তু প্রশ্ন একটাই, শপথ নেওয়ার সময় অন্য কোনও দেশের প্রশংসা করে স্লোগান দেওয়া কি যথাযথ? আমাদের নিয়মাবলি দেখতে হবে।” এদিকে ওয়েইসিকে জিজ্ঞাসা করা হয়েছিল, কেন তিনি এমন করলেন। তাঁর উত্তর প্যালেস্তাইনের মানুষ অত্যাচারিত।
আরও পড়ুন: চন্দ্রযান-৪, ভারতীয় মহাকাশ স্টেশনের পরিকল্পনা তৈরি: ইসরো
As per extant rules, Asaduddin Owaisi can be disqualified from his Lok Sabha membership, for demonstrating adherence to a foreign State, that is Palestine.
Please note: @LokSabhaSectt pic.twitter.com/wh7bYbep8p— Amit Malviya (@amitmalviya) June 25, 2024
মিম নেতা কিন্তু কোনও অন্যায় দেখছেন না। সংসদের বাইরে সাংবাদিকদের তিনি বলেন, “অন্যান্য সদস্যেরাও নানাকিছু বলছেন… এতে ভুল কোথায়? আমাকে সংবিধানের ধারা দেখান। অন্যেরা কী বলে সেটাও শুনতে হবে। আমি সেটাই বলেছি যেটা আমায় বলতেই হত। মহাত্মা গান্ধী প্যালেস্তাইন নিয়ে কী বলেছেন সেটা পড়ুন।”
দেখুন অন্য খবর: