বেঙ্গালুরু: গ্রামে রাস্তা (Road) তৈরির দাবিতে বেনজির প্রতিবাদ৷ ২৬ বছরের এক তরুণী পণ নিয়েছেন, পাকা রাস্তা তৈরি না হলে সে কিছুতেই বিয়ে করবে না৷ মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে সেকথা জানিয়েছেন ওই তরুণী৷ চিঠিতে তিনি লিখেছেন, স্থানীয় প্রশাসনকে গ্রামের রাস্তা তৈরির নির্দেশ দিন৷ নইলে আজীবন অবিবাহিত থাকব আমি৷
আরও পড়ুন: ত্রিকোণ প্রেমের জেরে আক্রান্ত পুলিশের পরিবার, বিচার না পেলে আত্মহত্যার হুমকি সাব ইন্সপেক্টরের
তরুণীর চিঠিতে আলোড়ন পড়ে যায় কর্ণাটক মুখ্যমন্ত্রীর (Karnata CM) সচিবালয়ে৷ বিষয়টি খতিয়ে দেখা দাভাংগেরে জেলার এইচ রামপুরা গ্রামের রাস্তার অবস্থা সত্যিই বেহাল৷ ওই গ্রামেই বাড়ি বিন্দুর৷ ২৬ বছরের বিন্দু (Bindu) অর্থনীতিতে পোস্ট গ্র্যাজুয়েট শেষ করার পর এখন স্কুলে শিক্ষকতা করেন৷ কিন্তু রাস্তার অভাবে বাড়ি থেকে প্রতিদিন ১৪ কিমি হেঁটে তাঁকে স্কুলে যেতে হয়৷ মুখ্যমন্ত্রীর কাছে লেখা চিঠিতে বিন্দু জানিয়েছেন, এই কারণে গ্রামের মেয়েরা স্কুলে যেতে চায় না৷ তাই স্কুলে বাড়ছে ড্রপ আউটের সংখ্যা৷
শুধু ড্রপ আউট নয়, রাস্তার অভাবে গ্রামের মেয়েরা ভালো পরিবার থেকে বিয়ের প্রস্তাবও পান না৷ বিন্দু বলেন, ‘বড়দের মুখে শুনেছি সেই স্বাধীনতার পর থেকে রাস্তার দাবিতে অনেক বিক্ষোভ-প্রতিবাদ হয়েছে৷ কিন্তু কোনও কিছুতে কাজ হয়নি৷ পাকা রাস্তা না থাকায় গ্রামের মানুষদের যাতায়াতে খুব অসুবিধা হয়৷ অনেকটা পথ পায়ে হেঁটে স্কুল-হাসপাতালে যেতে হয়৷ ভেতরে কোনও বাস পাওয়া যায় না৷ কৃষকরা তাদের ফসল সময়মত শহরে নিয়ে যেতে পারেন না৷’
আরও পড়ুন: রেশন সামগ্রী নয়, গ্রাহককে টাকা দিচ্ছেন ডিলার, আইনি ব্যবস্থা গ্রহণের আশ্বাস বিডিও-র
এদিকে বিন্দুর এক চিঠিতেই দীর্ঘদিনের সমস্যা মেটার সম্ভাবনা দেখতে পাচ্ছেন স্থানীয়রা৷ জানা গিয়েছে, জেলা প্রশাসন থেকে আধিকারিকরা গ্রামে গিয়ে রাস্তা পরিদর্শন করে আসেন৷ পঞ্চায়েত উন্নয়ন অফিসার জানিয়েছেন, রাস্তার উন্নয়নে ২ লক্ষ টাকা ব্যয় করা হয়েছে৷ কিন্তু ওই টাকা যথেষ্ট নয়৷ অন্তত ৫০ লক্ষ থেকে ১ কোটি টাকা দরকার৷ ওই টাকা অনুমোদনের জন্য সরকার এবং স্থানীয় বিধায়ককে অনুরোধ করা হয়েছে৷ অপরদিকে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর সচিবালয় থেকে গ্রামের ওই রাস্তা দ্রুত তৈরির নির্দেশ দেওয়া হয়েছে৷ এখন দেখার কতদিনে তৈরি হয় বিন্দুর গ্রামের রাস্তা৷