নয়াদিল্লি: মার্ক জুকারবার্গ-এর (Mark Zuckerberg) বহুজাতিক সংস্থা মেটা-কে (Meta) ২১৩ কোটি টাকা জরিমানা করল কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া (CCI)। একই সঙ্গে হোয়াটসঅ্যাপের (WhatsApp) তথ্য নিজেদের অন্য কোনও সংস্থায় হস্তান্তরেও নিষেধাজ্ঞা জারি।
মেটা প্ল্যাটফর্ম ইনকর্পোরেশন এবং তার সাবসিডিয়ারি হোয়াটসঅ্যাপকে নিজেদের অন্য কোনও সংস্থায় সংগৃহীত তথ্য হস্তান্তরে নিষেধাজ্ঞা। সেই সঙ্গে ওই জরিমানা। কোনও সমাজমাধ্যম সংগঠনকে ‘কমপিটিশন ল’ বা প্রতিযোগিতামূলক আইনভঙ্গের অভিযোগে এই প্রথম এমন জোরদার সাজার ঘটনা।
আরও পড়ুন: কৃত্রিম বৃষ্টি চেয়ে মোদির দ্বারস্থ দিল্লির পরিবেশ মন্ত্রী
সোশ্যাল মিডিয়ার (Social Media) বাজারে মেটার জোরদার উপস্থিতিকে কাজে লাগিয়ে হোয়াটসঅ্যাপের প্রাইভেসি নীতি ২০২১ সালে বদল করাকে আপত্তি জানিয়ে অভিযোগ ওঠে। পরিবর্তিত নীতিতে মেটার বক্তব্য ছিল ‘টেক ইট অর লিভ ইট’। অর্থাৎ সম্ভাব্য ক্রেতার প্রতি মেটার বার্তা- ইচ্ছে হলে নাও, না হলে পথ দেখো। আর এই নীতির হাত ধরে এমন সোশ্যাল মিডিয়ার হাত ধরে যে তথ্য তারা সংগ্রহ করে চলেছে, তা মেটা গোষ্ঠীর অন্যান্য সংস্থাতে হস্তান্তরের অবাধ ব্যবস্থা গড়ে তুলেছে বলে অভিযোগ। যে ব্যবস্থাতে পরিষেবা গ্রহীতার আপত্তি জানানোর কোনও সুযোগ নেই।
দ্বিতীয়ত, এই নীতি হোয়াটসঅ্যাপের ২০১৬ সালের অবস্থান থেকে সম্পূর্ণ সরে আসা। তখন হোয়াটসঅ্যাপের তথ্য ফেসবুকে শেয়ার না করার সুযোগ ব্যবহারকারীর ছিল। সিসিআইয়ের অভিমত,এই পরিবর্তনের হাত ধরে মেটা সম্পর্কিত বাজারে আধিপত্য বিস্তারের একচেটিয়া সুযোগ নিয়েছে, বিশেষত অনলাইন বিজ্ঞাপনের বাজারের অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের তুলনায়। প্রসঙ্গত, প্রতিযোগিতামূলক ব্যবস্থাকে এড়িয়ে অ্যান্ড্রয়েড ফোন এবং প্লে স্টোরের মাধ্যমে গুগল অন্যায় সুযোগ নিচ্ছে বলে এর আগে ওঠা অভিযোগেও ব্যবস্থা নিয়েছিল সিসিআই।
দেখুন অন্য খবর: