Placeholder canvas

Placeholder canvas
Homeআন্তর্জাতিকCondoms Free in France: ১৮ থেকে ২৫ বছর বয়সীদের জন্য বিনামূল্যে...

Condoms Free in France: ১৮ থেকে ২৫ বছর বয়সীদের জন্য বিনামূল্যে কন্ডোম, ঘোষণা ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর  

Follow Us :

ফ্রান্স: বিনামূল্যে পাওয়া যাবে কন্ডোম (Condom)! হ্যাঁ, ঠিক এমনটাই ঘোষণা করেছেন ফ্রান্সের (France) প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ (Emmanuel Macron)। পশ্চিম ফ্রান্সের পোয়টিয়েঁ শহরে তরুণদের স্বাস্থ্য বিষয়ক এক বিতর্ক সভায় উপস্থিত হয়েছিলেন ম্যাক্রোঁ। সেখানেই তিনি ঘোষণা করেন, আগামী ১ জানুয়ারি থেকে ১৮ থেকে ২৫ বছর বয়সীরা বিনামূল্যে কন্ডোম পাবে। তাঁর কথায় গর্ভ নিরোধের পথে এ এক ছোট্ট বিপ্লব। 

হঠাৎ কেন এই ‘বৈপ্লবিক’ সিদ্ধান্ত? 

ঠিক হঠাৎ বলা যাবে না। এই পদক্ষেপের পূর্বাভাস ছিলই। কিছুদিন আগেই ২৫ বছরের নীচের মহিলাদের জন্য বিনামূল্যে জন্ম নিয়ন্ত্রণ (Contraception) করার পদক্ষেপ নেওয়া হয়েছিল। সেই প্রকল্পের মধ্যে ছিল ১৮ বছরের নীচের মেয়েদের বিশেষ নজর। অর্থাভাবে তারা গর্ভ নিরোধের ব্যবস্থা করতে পারছে না, এমন যাতে না হয় তার ব্যবস্থা করা হয়। 

আরও পড়ুন: G 20: জি ২০ সম্মেলন নিয়ে দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে মোদি, যোগ দেবেন মমতাও 

যৌনশিক্ষা বিষয়ে ফরাসি প্রেসিডেন্ট (French President) বলেন, আমরা এই বিষয়ে ঠিক দক্ষ নই। তত্ত্বের থেকে বাস্তব অনেকটাই আলাদা। এটা এমন একটা বিষয় যা নিয়ে শিক্ষকদের আরও ভাল করে শেখানো দরকার। 

ফ্রান্সে এখনই কন্ডোম কেনার দাম ফেরত দিয়ে দেয় সেখানকার জাতীয় স্বাস্থ্য পরিষেবা (National Healthcare System) সংস্থা, যদি তা চিকিৎসক অথবা ধাত্রীর (Midwife) পরামর্শে কেনা হয়। এর প্রধান লক্ষ্যই হল এইচআইভি-র মতো যৌনসঙ্গম বাহিত রোগের প্রতিকার। ফ্রান্সে ২০২০ এবং ২০২১ সালে যৌনসঙ্গম বাহিত রোগ (STD) বেড়ে গিয়েছে ৩০ শতাংশ। তা নিয়ন্ত্রণে আনতেই এবার ১৮ থেকে ২৫ বছর বয়সীদের জন্য বিনামূল্যে কন্ডোমের ব্যবস্থা করল মুক্তচিন্তার ধ্বজাধারী ছবির এবং কবিতার দেশ।        

RELATED ARTICLES

Most Popular

Recent Comments