Placeholder canvas

Placeholder canvas
Homeকলকাতা'ইন্ডিয়া ওন হার বেটিয়া'তে গায়ে টুনি জড়িয়ে মদন, কিছুক্ষণের মধ্যেই ভাইরাল সে...

‘ইন্ডিয়া ওন হার বেটিয়া’তে গায়ে টুনি জড়িয়ে মদন, কিছুক্ষণের মধ্যেই ভাইরাল সে ছবি

Follow Us :

কলকাতা : বয়স যে শুধুই একটা নম্বর, তার যেন প্রমাণ তিনি৷ মদন মিত্র মানেই কালারফুল। কখনও তাঁর হলুদ চশমা আবার কখনও আদুল গায়ের ভাইরাল ছবি৷ গানের সঙ্গে নাচে মজতেও দেখা গিয়েছে কামারহাটির বিধায়ককে। নানা গানের সঙ্গে নানান রূপের তাঁর একগুচ্ছ ছবি ফের ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যা কয়েক ঘণ্টার মধ্যে ২৯ হাজারেরও বেশি রিয়াক্ট পড়েছে। উপচে পড়ছে কমেন্ট বক্স।

৪ হাজারের বেশি কমেন্ট৷ সাড়ে ৪ হাজারের বেশি শেয়ার৷ হেব্বি হিট মদনদার অ্যালবাম। কেউ কমেন্ট করেছেন, পড়ে না চোখের পলক/ কী তোমার রূপের ঝলক। আবার কেউ লিখেছেন, এমন একটা লোকের প্রেমে না পড়ে কি থাকা যায়? দিদি তাই যতই কম সাজতে বলুন, কালারফুল মদনদাকে দেখে আমজনতা বলছেন– ‘ও লাভলি’…

মদন মিত্র
কামারহাটির বিধায়ক গাইছেন ,’ইন্ডিয়া ওন হার বেটিয়া’

কিছু দিন আগে ধুতি পাঞ্জাবি পরে ‘ও লাভলি’ গেয়ে বাজার মাতিয়ে ছিলেন কামারহাটির এই তৃণমূল বিধায়কটি। ভবানীপুর উপ-নির্বাচনকে কেন্দ্র করে এই ‘দিদির ভাই’ গান ধরেন, ‘কামারহাটি টু ভবানীপুর/ ওয়েস্ট বেঙ্গল টু দেশের মাটি/ দিদির হাত ধরে সামনে হাটি’ …

সাদা ধুতির উপরে কালো পাঞ্জাবি৷ আর গলায় হলুদ ওড়না জড়িয়ে বিন্দাস গাইছেন মদনদা৷ নেটিজনেরা বলছেন, এতো যেন বাঙালি হানি সিং।

আরও পড়ুন: ভবানীপুরে দিদির জয় চেয়ে মাহেশে জগন্নাথ পুজো মদনের

মদন মিত্র
নিজের চেনা ছন্দে গাইতে দেখা গিয়েছে মদন মিত্রকে

এখানেই শেষ নয়, মমতাকে আগামী লোকসভা নির্বাচনে বিরোধী মুখ করার যে হাওয়া উঠেছে সে নিয়েও গান ধরেছেন মিঃ মিত্র। টুকটাক ঝলকও দেখা গিয়েছে সেই গানের কিছু অংশের। তাতে দেখা যাচ্ছে, রং চঙে জামা, চোখে কালো সানগ্লাস আবার কখনও গোটা গায়ে টুনি লাইট জড়িয়ে গান গাইছেন মদনদা…

ইন্ডিয়া ওন হার বেটিয়া

মা তুঝে সালাম…

এই দৃশ্যই ভাইরাল বর্তমানে। বাঙালির আট থেকে আশি মজেছে ‘তাঁদের ক্রাশ’ মদন মিত্রের নতুন লুকে।

আরও পড়ুন: রেলের আন্ডারপাসে জমা জলে পড়ে মৃত্যু, প্রতিবাদে অবরোধ বাসিন্দাদের

RELATED ARTICLES

Most Popular

Recent Comments