বলিউড অভিনেতা সইফ আল-কন্যা নায়িকা সারা আলি খান ঘুরতে যেতে যথেষ্ট ভালোবাসেন।শুটিংয়ের ফাঁকে সময় পেলেই তিনি চলে যান সমুদ্রে কিংবা পাহাড়ে অথবা বরফের রাজ্যে। কিছুদিন আগে নীল সমুদ্রের জলে বিকিনিতে তার বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
কখনো একা কিংবা বন্ধুদের সঙ্গে অথবা পরিবারের লোকজনের সঙ্গে অভিনেত্রীকে মাঝেমধ্যেই ঘুরে বেড়াতে দেখা যায়
কয়েক মাস আগেই মুক্তি পেয়েছিল সারা আলি অভিনীত ছবি 'আতরঙ্গী রে'। যেখানে তার অভিনয় যথেষ্ট প্রশংসিত হয়েছিল। এরপর মধ্যপ্রদেশের ইন্দরে ভিকি কৌশলের সঙ্গে একটি নাম না জানা ছবির শুটিং শেষ হয়েছে
সম্প্রতি হিমাচলের স্মৃতি ভ্যালিতে ছুটি কাটাতে গিয়েছিলেন সারা আলি
গ্রাফিক প্রিন্টেড জ্যাকেটে ফ্যাশন সচেতন সারা
শুটিংয়ের ফাঁকে মাঝেমধ্যেই সময় পেলে বেরিয়ে পড়েন 'কেদারনাথ' সুন্দরী
ট্রেকিং করতেও যথেষ্ট ভালোবাসেন সারা
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বয়ফ্রেন্ডের সঙ্গে সম্পর্ক চ্ছেদের উল্লেখ করলেও তার নাম জানান নি। নাম না বললেও নেটিজেনদের ধারণা তিনি কার্তিক আরিয়ানের কথাই বলার চেষ্টা করেছেন।
হাড় হিম করা ঠান্ডায় হিমাচলের স্পিতি ভ্যালিতে চুটিয়ে ছুটি কাটাতে কাটাতে বরফের মধ্যেই দেখা গেল বলিউড সুন্দরী পরোটা আর কফিতে মজেছেন
শেয়ার করুন