সামনেই ভ্যালেন্টাইন’স ডে (Valentine’s Day)। তার আগে থাইল্যান্ড সরকার (Thailand Government) লুব্রিকেটিং জেল (Lubricating gel) সহ বিনামূল্যে কন্ডোম বিলি (Free Distribution of Condoms) করার সিদ্ধান্ত নিয়েছে দেশে।
নিরাপদ যৌনতা (Safe Sex), যৌন সংক্রামক রোগ (Sexually Transmitted Diseases - STDs)-এর বিস্তার রোধ এবং কিশোরীদের গর্ভবতী (Teen Pregnancy) হয়ে পড়া আটকাতেই এই উদ্যোগ।
থাইল্যান্ডে এই মুহূর্তে জনসংখ্যা ৭ কোটি ১৬ লক্ষ। ১ ফেব্রুয়ারি থেকে থাইল্যান্ড সরকার কন্ডোম বিলি শুরু করেছে। এবার ভ্যালেন্টাইন’স ডে-এর আগে ৯৫ মিলিয়ন (সাড়ে ৯ কোটি) কন্ডোম বিলি করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
থাইল্যান্ড সরকারের মুখপাত্র রচাদা ধনাডিরেক (Thailand Government's Spokesman Rachada Dhnadirek) জানিয়েছেন, ওষুধের দোকান এবং হাসপাতালের প্রাথমিক সেবা কেন্দ্র (Pharmacies And Primary Care Units)-এর মাধ্যমে সারা দেশে চার রকম সাইজের (4 Different Sizes) কন্ডোম বিলি করছে সরকার।
হঠাৎ কেন এই সিদ্ধান্ত?
সেদেশের ন্যাশনাল হেলথ সিকিউরিটি অফিস (National Health Security Office - NHSO) সূত্রে জানানো হয়েছে, অবাঞ্ছিত গর্ভাবস্থা (Unwanted Pregnancies) এবং সিফিলিস (Syphilis), গনোরিয়া (Gonorrhoea), ক্লামাইডিয়া (Chlamydia), জরায়ু গ্রিবার ক্যান্সার (Cervical Cancer), এইচআইভি (HIV), এইডস (Aids)-এর মতো যৌন সংক্রামক রোগের বিস্তার প্রতিরোধের জন্য এই উদ্যোগ।
কন্ডোম নিতে ইচ্ছুক ব্যক্তিদের পাওট্যাং স্মার্টফোন অ্যাপ্লিকেশনের (Smartphone Application - Paotang) মাধ্যমে রেজিস্টার (Register) করতে হবে। রেজিস্টার করার পর তাঁদেরকে নির্ধারিত ওষুধের দোকান এনং সরকারি স্বাস্থ্য কার্যালয় কিংবা কমিউনিটি ক্লিনিকের নাম জানিয়ে দেওয়া হবে, যেখান থেকে কন্ডোম নিতে হবে।
যাঁদের কাছে স্মার্টফোন নেই, তাঁদেরকে নির্ধারিত সার্ভিস আউটলেটে (service outlets) গিয়ে থাইল্যান্ড জাতীয় আইডি কার্ড (Thai National ID card) দেখিয়ে বিনামূল্যে কন্ডোম সংগ্রহ করতে হবে। যৌন রোগ ও জনস্বাস্থ্যের প্রচারের উদ্দেশ্যে গোল্ড-কার্ড হোল্ডারদের (Gold-Card Holders) বিনামূল্যে কন্ডোম দেওয়া হবে।
সাম্প্রতিক সময়ে থাইল্যান্ডে যৌন সংক্রামক রোগ বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে কিশোর ও তরুণ প্রজন্মের মধ্যে। ২০২১ সালের পরিসংখ্যান বলছে, এর মধ্যে সিফিলিস এবং গনোরিয়া রোগই অর্ধেক। আক্রান্তরা বেশিরভাগই ১৫ থেকে ২৪-এর মধ্যে।
শেয়ার করুন