নীল আকাশ, নীল সমুদ্র।দুটোই গিয়ে মিশেছে এক সাথে।দৌড়ে গিয়ে পা ভিজিয়ে নিন না একটু। রোজকার সমস্যা ভুলে সমুদ্রের পাড়ে চিন্তা ভাবনাহীনভাবে হেঁটে বেরোনোর কোনও তুলনা হয় না, তাই না? তাছাড়া প্রিয়জন বা পরিবাররে সঙ্গে সমুদ্রে পাড়ে বসে সময় কাটানো বা হুল্লোড়ই করতে কার না ভালো লাগে।কিন্তু অনেকেই আছেন যারা এক ঘুরতে ভালোবাসেন।
একান্তে সমুদ্রের পাড়ে বসে সময় কাটাতে ভালোবাসেন। কিন্তু এখন দেখা যায় মহিলার থেকে পুরুষের সংখ্যা বেশি সমুদ্রতটে। সমীক্ষা বলছে, বেশিরভাগ মহিলারা ভাবেন সমুদ্র সৈকত তাঁদের জন্য সুরক্ষিত নয়। সেই কারণেই তাঁরা পাহাড় বেছে নিচ্ছেন। কিন্তু অনেকেই জানেন না যে আমাদের দেশে বেশ কিছু নিরাপদ সমুদ্র সৈকত রয়েছে, যা মহিলাদের জন্য একেবারে নিরাপদ। তাহলে আর দেরি না করে, সোলো ট্রিপ বা গার্লস গ্যাং এবার রেডি হন।
পাড়ুবিদ্রি সমুদ্র সৈকত : পাড়ুবিদ্রি সৈকত কর্ণাটকের একটি খুব সুন্দর এবং জনপ্রিয় সমুদ্র সৈকতের মধ্যে একটি। দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা এখানে ছুটি কাটাতে আসেন। আর প্রায় সারা বছরই এখানে পর্যটকদের ভিড় থাকে চোখে পড়ার মতো। এই 'ব্লু ট্যাগ' সমুদ্র যেমন পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিক তেমনই নিরাপদও।
গোল্ডেন বিচ: ওড়িশার সমুদ্র সৈকত বলতে প্রথমেই মনে আসে পুরির নাম। হ্যাঁ, এই সৈকত বেশ নিরাপদ। এই বিচেরই আরেক নাম গোল্ডেন বিচ। মহিলা, পুরুষ, শিশু, বৃদ্ধ নির্বিশেষে এখানে নিশ্চিন্তে ঘুরে বেড়াতে পারেন। এটি বাঙালিদের সবচেয়ে প্রিয় ভ্রমণস্থল।
ইডেন বিচ: পন্ডিচেরিতে রয়েছে এক ডজনেরও বেশি সুন্দর সৈকত। আর সেই সব সৈকতের কথা উঠলে উঠে আসে ইডেন বিচের নাম। সৌন্দর্যের দিক দিয়ে এই সৈকত যেমন শীর্ষে রয়েছে তেমনই এটি মহিলাদের জন্য নিরাপদ। এটিও ব্লু ট্যাগ সার্টিফাইড।
শেয়ার করুন