শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে তৃতীয় ওডিআই (ODI) ম্যাচেও সেঞ্চুরি হাঁকিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। ১১০ বলে করেছেন ১৬৬ রান। এই সিরিজে দুটো সেঞ্চুরি করে ম্যান অফ সিরিজের পুরস্কার পেয়েছেন বিরাটই। একদিনের ক্রিকেটে এই নিয়ে ৪৬টি সেঞ্চুরি হয়ে গেল তাঁর। সব ধরনের ফর্ম্যাট মিলিয়ে ৭৪টি।
গোটা ক্রিকেট দুনিয়া যখন কোহলির সেঞ্চুরি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন, প্রাক্তন ভারতীয় ব্যাটার গৌতম গম্ভীর (Gautam Gambhir) অন্য পথে হাঁটলেন। বিরাটের সেঞ্চুরি নিয়ে কোনও উচ্চবাচ্য করলেন না তিনি। বরং তুলে ধরলেন অন্য বিষয়।
গম্ভীর বরাবরই স্পষ্টকথার মানুষ। এর জেরে বিতর্কে জড়াতে হলেও পিছপা হন না তিনি। তিরুবনন্তপুরমের মাঠে বিরাটে সেঞ্চুরি দেখার পরেও উচ্ছ্বাস প্রকাশ করেননি গম্ভীর। বরং অন্য দিক নিয়ে আলোচনা করেছেন। প্রাক্তন ওপেনার বলেন, আমার কাছে যে বিষয়টা সবথেকে আলাদা তা বিরাটের সেঞ্চুরি নয়, বরং সেঞ্চুরির পর ওর ছক্কা মারা।
রবিবার প্রথম থেকেই মেজাজে ছিলেন প্রাক্তন অধিনায়ক। তবে বিস্ফোরক ব্যাটিং শুরু করেন সেঞ্চুরি করার পর থেকে। ভারতীয় ইনিংসের ৪০ ওভার শেষ হওয়ার সময় কোহলির রান ছিল ৭৬ বলে ৮২। ইনিংস শেষ হওয়ার পর দেখা গেল ১১০ বলে ১৬৬ করে ফেলেছেন তিনি। অর্থাৎ শেষ ১০ ওভারে হাত খুলে ব্যাট চালিয়েছেন তিনি। মেরেছেন ৭টি ছক্কা। এই ওভার বাউন্ডারিগুলোতেই মজেছেন গম্ভীর।
সেঞ্চুরি নিয়ে তিনি আলাদা করে আর কীই বা বলবেন। মাঝের দুই বছর রানের খরা এসেছিল। কিন্তু তাঁর আগে যেমন নিয়ম করে বড় ইনিংস খেলতেন, আবার সেই কীর্তি শুরু করেছেন বিরাট। শেষ চারটে একদিনের ম্যাচে তিনটে সেঞ্চুরি হয়ে গেল তাঁর। এ বছরই আছে একদিনের বিশ্বকাপ যা আয়োজিত হবে ভারতেই। তার আগে দেশের সেরা ব্যাটারের ফর্মে ফেরা অবশ্যই সুখবর।
ওডিআই ফর্ম্যাটে শচীন তেন্ডুলকরের একের পর রেকর্ড ভাঙছেন কোহলি। নাকি আছে ৫১ সেঞ্চুরির রেকর্ডটা। ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গিয়েছে, ৫০ ওভারের ফর্ম্যাটে কোহলিই সর্বকালের সেরা কি না। কিন্তু এক্ষেত্রেও আপত্তি জানিয়েছেন গৌতম গম্ভীর। তিনি বলেছেন, শচীনের সঙ্গে তুলনার কোনও মানে হয় না। কারণ তাঁর আমলে ৩০ গজ বৃত্তের বাইরে পাঁচজন ফিল্ডার থাকত আর এখন থাকে চারজন।
শেয়ার করুন