ইপ্সিতা মুখ্যোপাধ্যায় (Ipsita Mukherjee) ও অর্ণব বন্দ্যোপাধ্যায় (Arnab Banerjee) টলিপাড়ায় পরিচিত মুখ। দর্শকরা এই জুটিকে বেশ পছন্দ করেন। তাঁরা একে অপরের সঙ্গে সম্পর্কে ছিলেন। ২০২২-এর জানুয়ারিতে আইনি বিয়ে সারেন এই জুটি। পরিকল্পনা ছিল ওই বছরের ডিসেম্বরে জাঁকজমক করে লোক ডেকে বিয়ের অনুষ্ঠান করবেন।
দুজনের মধ্যে মনোমালিন্যের জেরে বিচ্ছেদের গুঞ্জন শোনা যায়। টলিপাড়ায় কান পাতলে শোনা যায় তাঁরা মাঝে দুজনে আলাদা থাকতে শুরু করেছিলেন। বিচ্ছেদের কানাঘুষোর মধ্যেই ইপ্সিতার সঙ্গে প্রেমের (Relation) ছবি পোস্ট করলেন অর্ণব।
অর্ণবের ইনস্টাগ্রামে চোখ রাখলেই দেখা যাচ্ছে, এই জুড়ির অন্তরঙ্গ সময় কাটানোর ছবি। উত্তরবঙ্গের (North Bengal) বিজনবাড়িতে তোলা এই ছবিতে (Picture) একে অপরের দিকে রোমান্টিক মুডে তাকিয়ে রয়েছেন।যদিও শেয়ার করা এই ছবির ক্যাপশনে অর্ণব লিখেছেন, হ্যাশট্যাগ ‘ব্লার’।
যা নিয়ে নেটিজেনদের মধ্যে জল্পনা তুঙ্গে উঠেছে।কেউ বলছেন, তাঁদের মধ্যে সম্পর্ক ফিকে হয়ে আসছে।আবার অন্য পক্ষের মতে, এই ছবিতে অতীতের ঝাপসা হয়ে আসা স্মৃতিকে নতুন সম্পর্কের ঠিকানায় পৌঁছে দিতে চেয়েছেন অর্ণব। ছবি দেখে অনেকে কমেন্ট করেছেন, হয়তো দু'জনের মাঝে দূরত্বের প্রতীক এই ছবি। কেউ লিখেছেন, আশা করছি তোমাদের মাঝে ভুল বোঝাবুঝি দূর হবে। আবার কেউ কেউ লিখেছেন, দাদা-দিদি তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলো।
শেয়ার করুন