মহাকাশ পর্যটনের বাজার দখল করতে মার্কিন মুলুকে এলন মাস্ক এবং জেফ বেজোস একে অপরের বিরুদ্ধে সম্মুখ সমরে নেমেছিলেন আগেই। এবার দুই ধনকুবেরের সঙ্গে পাল্লা দিয়ে মহাকাশ পর্যটনে হাত পাকাতে চলেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। পকেটের জোর থাকলে আমি-আপনিও ঘুরে আসতে পারি তারার দেশে।
ইসরো সূত্রের খবর, আর মাত্র বছর সাতেক পর অর্থাৎ ২০৩০ সালেই মহাকাশে ঘুরতে যেতে পারবেন ভ্রমণপিপাসুরা। ইতিমধ্যে মহাকাশ বেড়ানোর টিকিটের দামও ঠিক হয়ে গিয়েছে। ইসরো সূত্রে জানা গিয়েছ, রকেটে করে মহাকাশ পর্যটকদের সমুদ্রপৃষ্ঠ থেকে ১০০ কিলোমিটার থেকে ৪০০ কিলোমিটার উচ্চতা পর্যন্ত নিয়ে যাওয়া হতে পারে। প্রায় ১৫ মিনিট মহাকাশে থাকতে পারবেন পর্যটকরা।
বুধবার ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ জানিয়েছেন, স্পেস ট্যুরিজম নিয়ে ভারতের পরিকল্পনা অনেকটাই এগিয়েছে। তিনি আরও জানিয়েছেন, ব্লু অরিজিন, ভার্জিন গ্যালাকটিকের মতো সংস্থাগুলি মহাকাশে ভ্রমণের জন্য যে টাকা নিয়ে থাকে পর্যটকদের কাছ থেকে, তার ভিত্তিতেই টিকিতের দামও ঠিক করা হয়েছে। সেই দাম কত হতে পাড়ে? ইসরোর চেয়ারম্যান জানিয়েছেন, একটি টিকিটের দাম ৬ কোটি টাকার কাছাকাছি হবে। তাতেই ইউরি গ্যাগারিন, নীল আর্মস্ট্রংদের দেশে আপনি উড়ে যেতে পারবেন।
ইসরো প্রধান বলেছেন, এখন অনেকেই নিজেদের মহাকাশচারী হিসাবে পরিচয় দিতে পারবেন। মহাকাশ পর্যটন নিয়ে আমাদের যে পরিকল্পনা ছিল, তা অনেকটাই বাস্তবায়িত হতে চলেছে। পরিকপ্লনা মতোই সব কাজ এগোচ্ছে।
শেয়ার করুন