কলকাতা: অফবিট জায়গার (Offbeat Destination) প্রসঙ্গ উঠলেই চোখের সামনে ভেসে ওঠে শান্ত, নিরিবিলি পরিবেশ। যেখানে কোনও কোলাহল নেই। সচরাচর কেউ যায় না। বর্তমানে অনেকেই চান শহরের কোলাহল থেকে দূরে গিয়ে একটা জায়গায় নিজের মতো করে প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতে। ভ্রমণপিপাসুদের মধ্যেও আবার ভাগ আছে। কেউ যেমন ব্যস্ত, আলো ঝলমলে শহরে ঘুরতে পছন্দ করেন, তেমনই কেউ আবার শান্ত পরিবেশের অফবিট জায়গার খোঁজে থাকেন। এমনই একটি অফবিট পর্যটন স্থান হল কালিম্পংয়ের (Kalimpong) খারকা গাঁও (Kharka Gaon)। যেখানে পাহাড়ি সৌন্দর্য ও পাখির ডাকের মাঝে নিজেকে হারিয়ে ফেলা নতুন কিছু নয়।
কালিম্পং থেকে ২৫ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই অফবিট। কিন্তু শহুরে কোলাহলের সঙ্গে এর কোনও যোগ নেই। নেওড়া ভ্যালি জাতীয় উদ্যানের মধ্যে অবস্থিত এই খারকা গাঁও। তাই তো চারদিক ঘেরা পাহাড় ও জঙ্গলে। আর রয়েছে পাহাড়ি ঝর্না। হোমস্টেতে বসে সারাক্ষণ শোনা যাবে সেই ঝর্না শব্দ।
এই গ্রামে স্থানীয়দের ভিড়ও খুব কম। যাঁরা দু’দিনের জন্য নিরিবিলিতে কিছুটা সময় কাটাতে চান, তাঁদের জন্য সেরা ডেস্টিনেশন এই খারকা গাঁও। খারকা গাঁওতে রাত কাটিয়ে ঘুরে দেখতে পারেন আশেপাশের অঞ্চল। কালিম্পং শহর থেকে খারকা গাঁও যাওয়ার পথে যেতে পারেন ডেলো পাহাড়ে। মাত্র ১০ কিলোমিটারের পথ।
এছাড়া যেতে পারেন ১৯৭৬ সালের প্রতিষ্ঠিত জাঙ ধক পালরি মনেস্ট্রিতে। এই বৌদ্ধ মনেস্ট্রি দলাই লামা প্রতিষ্ঠা করেছিলেন এবং এটি দরপিন দারা মনেস্ট্রি নামেও পরিচিত। এছাড়া যেতে পারেন মঙ্গল ধামে।
তবে, খারকা গাঁও থেকে পায়ে হেঁটে জঙ্গলের মধ্যে ঝর্নাগুলো ঘুরে দেখতে পারেন। এমনই একটি ঝর্না হল পঞ্চমী জলপ্রপাত। প্রায় ২০০ ফিট উচ্চ এই জলপ্রপাত। খারকা গাঁও থেকে মাত্র ৩ কিলোমিটারের পথ এই জলপ্রপাত। যেতে পারেন ট্রেক করেও। আর পৌঁছে মাছও ধরতে পারেন।
খারকা গাঁও থেকে সহজেই ঘুরে নিতে পারেন ফিক্কালে গাঁও, রামধুরা, ইচ্ছে গাঁওয়ের মতো বিভিন্ন অফবিট ডেস্টিনেশন। যেতে পারেন ডেলো পার্ক, লাভা, লোলেগাঁওয়ের মতো জনপ্রিয় পর্যটন কেন্দ্র।
কীভাবে যাবেন? নিউ জলপাইগুড়ি থেকে খারকা গাঁওয়ের দূরত্ব মাত্র ৭৮ কিলোমিটার। মাত্র আড়াই ঘণ্টা সময় লাগবে গাড়িতে। খারকা গাঁওতে থাকার জন্য হোমস্টের সুবিধা রয়েছে। সেখানে থাকা-খাওয়া নিয়ে মাথাপিছু খরচ ১,৫০০ টাকা।
শেয়ার করুন