বিশ্বের অন্যতম সুন্দর দেশ ভুটান। বিশ্বের অন্যতম সুখী দেশ বলেও পরিচিত। সারা পৃথিবীর নানা পর্যটক মিষ্টি সুন্দর ছবির মতো এই দেশটিকে একবার ঘুরে আসতে পারেন। শীতে শ্বেতশুভ্র তুষারাবৃত পর্বতমালা, গ্রীষ্মকালে উপত্যকাগুলোয় নানা রঙের রডোড্রেনড্রন, পপি, চেরি ফুলের বিভিন্ন দৃশ্য আপনার মন ছুঁয়ে যাবে।
খোমা গ্রাম: খোমা পূর্ব ভুটানের চোট্টো এবং ছবির মতো সাজানো একটি গ্রাম। এই অপূর্ব সুন্দর গ্রামে গাড়ি করে প্রবেশ করা যায় না। ঘণ্টা দুয়েক পায়ে হেঁটে তবে এই গ্রামে পৌঁছোনো যায়। এখানে পাবেন সাবেকি ভুটানের প্রাচীন সংস্কৃতির দেখা। পাবেন সাবেকি পোশাক। এখানে খুব ভালো সিল্কের কাপড় পাবেন। তাতে সুতোর কাজ করা থাকে। এই গ্রামটি হল ভুটানের তাঁতি গ্রাম।
সাসপেনশন সেতু : ফুনাকা জং থেকে একটু দূরে রয়েছে ঝুলন্ত সেতু। ১৬০ মিটারের এই সেতুটি ভুটানের দীর্ঘতম সেতু। ফুনাকা শহরকে ফুনাকা জংয়ের সাথে পো চু নদীর উপর দিয়ে সংযুক্ত করেছে এই সেতুটি।
চোরটেন ন্যাশনাল মেমোরিয়াল: মন্দিরটি ১৯৭৪ সালে ভুটানের রাজার সম্মানে নির্মিত হয়েছিল। এই মন্দিরে প্রবেশ করার সময় রয়েছে সুন্দর একটি রাস্তা। যার দুপাশ সবুজে ঘেরা। অনেক পর্যটকরা দিনের বেলায় ঘুরে বেড়ান। এই এলাকার চারিদিকে শান্তি ছড়িয়ে রয়েছে।
বুদ্ধ ডোরডেনমা : ২০১৫ সালে থিম্পু শহরে বুদ্ধ ডোরডেনমা নির্মাণ হয়। মূর্তিটি মাটি থেকে প্রায় ৫০ মিটার উঁচু। স্থানীয়দের কাছে এটি একটি জনপ্রিয় তীর্থস্থান
শেয়ার করুন