বলিউডে তার পাঁচ দশকেরও বেশি কর্মজীবনে হিন্দি সিনেমা (hindi cinema) প্রেমীদের দিয়েছেন অগুনতি গানের উপহার। বারবার তাঁর গানের কথায় আপামোর বলিউড (bollywood) প্রেমীকে মুগ্ধ করেছেন জাভেদ আখতার। আজ প্রবাদপ্রতিম এই শিল্পীর ৭৮তম জন্মদিন উপলক্ষে রইল তাঁর লেখা এমন কিছু কালজয়ী গান যা বার বার শোনার পরও প্রত্যেক বারই যেন নতুন করে এক রোমাঞ্চ তৈরি করে
জশন-এ-বাহারা, (Jashn-e-Bahara, Jodha Akbar) জাভেদ অখতারের অতুলনীয় লেখনি সঙ্গে এআর রেহমানের সুরের মায়া ও জাভেদ আলির আবেগ্রবণ গায়কি এই গানকে নিমেষে জনপ্রিয় করে তোলে। আশুতোষ গোওয়ারিকারের পিরিয়ড রোমান্টিক ফিল্ম যোধা আকবারের এই গানটি সেই বছরের হিট গানগুলির অন্যতম।
কল হো না হো (Title Track, Kal ho na ho), ‘হর ঘড়ি বদল রহি হ্যায় রূপ জিন্দেগি, ছাও হ্যায় কভি কভি তো ধুপ জিন্দেগি’। কাল হো না হো টাইটেল ট্র্যাকের প্রথম লাইন। কী অদ্ভুত জীবনের ওঠানামা, চাওয়া পাওয়া যে এত সুন্দর করে কথার জাদুতে ফুটিয়ে তুলতে পারেন তিনিই। সম্ভবত, গীতিকার হিসেবে জাভেদ আখতারের কেরিয়ারে অন্যতম সেরা এই গানটি। আজও সমান প্রাসঙ্গিক, সমান জনপ্রিয়। তাঁর কথায় সোনু নিগমের গলায় এই গান অনবদ্য।
সন্দেশে আতে হ্যায়, (Sandese aate hain, Border) বর্ডারের এই কালজয়ী গানের জন্য জাতীয় পুরষ্কারের সম্মানিত করা হয় তাঁকে। বর্ডার ছবির এই গানে সেনা কর্মীদের ব্যক্তি জীবনের টানাপড়েনকে নিঁখুত ভাবে তাঁর গানের কথায় ফুটিয়ে তুলেছিলেন জাভেদ আখতার।
ইউহি চলাচল রাহি (Yun hi chalachal rahi, Swades) সোলো ট্রিপে কিংবা বন্ধুদের সঙ্গে মিলে বেড়াতে বেরিয়ে লং ড্রাইভের সময় প্লেলিস্টে এই গান যদি না থাকে। তা হলে ধরে নিতে হবে আপনি একেবারেই বলিউড প্রেমী নন।
দিল চাহতা হ্যায় (Title track, Dil Chahta hain), প্রাণোচ্ছল এই গানটি লেখার সময় প্রথমবার ছেলে ফারহান আখতারের (Farhan Akhtar) সঙ্গে কোলাবরেট(collaborate) করেছিলেল জাভেদ আখতার। গানের সুর দিয়েছিলেন শঙ্কর, এহসান, লয়। ছবি মুক্তির দু'দশক পরেও আজ সমান জনপ্রিয় ফারহান আখতারের এই ডিরেক্টরিয়াল ডেবিউ দিল চাহতা হ্যায়-এর টাইটেল ট্র্যাক।
শেয়ার করুন