নতুন বছরের শুরুতেই ফের বাঘের দেখা মিলল সুন্দরবনে। ঝিলার জঙ্গলে বাঘটিকে দেখতে পান কলকাতা থেকে আসা একদল পর্যটক।
রায়মঙ্গল নদীর পাড়ে শুয়ে আছে রয়েল বেঙ্গল টাইগার। শীতে রোদে ঠাঁই নিয়েছে বাঘটি।
জঙ্গলের কাছে খেল করছিল নদীর জোয়ারের জলে। পর্যটকদের আকর্ষণ করতে শুয়ে থাকে বেশ খানিকটা সময়।
এরপর জঙ্গলের মধ্যে ঘোরাঘুরিও করতে থাকে বাঘটি। কিছুক্ষণ ঘোরার পর ফের ঢুকে পড়ে জঙ্গলের মধ্যে। তাকে দেখে পর্যটকদের উৎসাহ ছিিল চোখে পড়ার মতো।
নতুন বছরের শুরুতে ঘুরতে এসে রয়্যাল বেঙ্গল টাইগার দেখে খুশি পর্যটকদের একাংশ। এই বাঘের দেখা দেখতে প্রত্যেক বছর ভিড় করে তাকে মানুষ। তবে এবার বছরের তৃতীয়দিনেই বাঘের দর্শন মন কড়েছে পর্যটকদের।
শেয়ার করুন