শাহরুখ খান (Shah Rukh Khan)। তাঁর স্টারডম (Stardom) নিয়ে কোনও কথা হবে না। অগণিত ভক্ত থেকে শুরু করে সিনেপ্রেমী, সবাই তাঁকে একে ডাকে চেনেন। কারও কাছে তিনি বলিউডের বাদশা (Badshah of Bollywood), তো কারও কাছে তিনি কিং খান (King Khan)। আবার কারও কাছে শাহরুখ বলতে দুনিয়ার সবচেয়ে বড় মুভি স্টার (World’s Biggest Movie Star)। তবে শাহরুখের মতে, তিনি বলিউডের শেষ সুপারস্টার। সম্প্রতি কিং খান এম্পায়ার ম্যাগাজিনের (Empire Magazine) সর্বকালের সেরা ৫০ জন অভিনেতার (50 Greatest Actors of All Time) তালিকায় স্থান পেয়েছেন।
বলিউডের সুপারস্টার শাহরুখ একমাত্র ভারতীয় যিনি এই তালিকায় স্থান পেয়েছেন। সর্বকালের সেরা ৫০-এর প্রকাশিত তালিকায় রবার্ট ডি নিরো (Robert De Niro), টম ক্রুজ (Tom Cruise), টম হ্যাঙ্কস (Tom Hanks), নাটালি পোর্টম্যান (Natalie Portman), বেটি ডেভিস (Bette Davis), ডেঞ্জেল ওয়াশিংটন (Denzel Washington)-এর মতো হলিউড স্টার (Hollywood Star) রয়েছেন।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) শাহরুখের ম্যানেজার পূজা দাদলানি (Pooja Dadlani) ফটো শেয়ারিং সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে (Photo Sharing Social Media Instagram) এই খবরটি শেয়ার করেছেন। সেখানে তিনি ক্যাপশনে লিখছেন – “সর্বকালের সেরা ৫০ অভিনেতাদের নিয়ে তৈরি এম্পায়ার তালিকায় শাহরুখ... একমাত্র ভারতীয়... আমাদেরকে গর্বিত করছেন!”
শাহরুখের জন্ম নয়াদিল্লিতে ১৯৬৫ সালের ২ নভেম্বর। বর্তমানে তাঁর বয়স ৫৭ বছর। অভিনয় জগতে তাঁর আত্মপ্রকাশ ১৯৮০ দশকের শেষের দিকে ফৌজি টেলিভিশন শো (Fauji - Television Show)-এর মাধ্যমে। সিলভার স্ক্রিনে ডেবিউ ১৯৯২ সালে দিওয়ানা (Deewana) ছবি দিয়ে। ১৯৯০ এবং ২০০০-এর দশক শাহরুখ রাজত্ব করেছেন রোমান্স কিং (Romance King) হিসেবে। উপহার দিয়েছেন একে পর এক সুপার হিট ছবি (Super Hit Movies), যা ভক্তকুলের হৃদয়ে আজও অতুলনীয়।
সময়ের সঙ্গে সঙ্গে অভিনয়ের পাশাপাশি সিনেমা প্রযোজনাতেও (Film Produce) নেমেছেন কিং খান। তাঁর করা ছবি সমালোচক মহলে যেমন সমাদৃত হয়েছে, আবার বাণিজ্যিকভাবেও সফলতা পেয়েছে। সাম্প্রতিক সময়ে কয়েক বছর বড় পর্দা থেকে দূরে থাকলেও শাহরুখ খবরের মধ্যেই আছেন।
২০২২ সালে রণবীর কাপুর (Ranveer Kapoor) ও আলিয়া ভাট (Alia Bhatt) অভিনীত ব্রহ্মাস্ত্র ছবিতে কিং খানকে ক্যামিও চরিত্রে দেখা গিয়েছে। আগামী বছর ২৫ জানুয়ারি তাঁর নতুন ছবি পাঠান পেক্ষাগৃহে মুক্তি পাবে। ওই ছবিতে শাহরুখের সঙ্গে দীপিকা পাড়ুকোণ এবং জন আব্রাহামকেও দেখা যাবে স্ক্রিন শেয়ার করতে।
পাঠান ছাড়াও আগামী দিনে রাজকুমার হিরানী পরিচালিত ডানকি (Dunki) এবং দক্ষিণী ডিরেক্টর অ্যাটলি কুমারের অ্যাকশন থ্রিলার মুভি জওয়ান (Jawan) মুক্তি পাওয়ার অপেক্ষায় রয়েছে।
শেয়ার করুন