করাচি: শুক্রবার পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের শাহিদ আফ্রিদির মেয়েকে বিয়ে করলেন শাহিন আফ্রিদি। এদিন শাহিদ আফ্রিদির মেয়ে আনশাকে বিয়ে করেন পাকিস্তানের পেসার শাহিন। করাচির একটি মসজিদে বিয়ের অনুষ্ঠান হয়। দুবছর আগে তাঁদের চারহাত এক হয়েছিল।
ওইদিনের অনুষ্ঠানে এসেছিলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। এছাড়াও সরফরাজ আহমেদ, নাসিম শাহ, শাদাব খানও গিয়েছিলেন শাহিনের বিয়েতে। তাঁদের সকলের সঙ্গে শাহিনের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। বৃহস্পতিবার মেহেন্দির অনুষ্ঠানের পর শুক্রবার বিয়ে হয়। বিয়ের জন্য দু’দিন আগে করাচিতে এসেছিল শাহিনের পরিবার।
গত কয়েক মাস ধরেই চোট আঘাতে ভুগছেন শাহিন। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেললেও ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে পারেননি পাকিস্তানের অন্যতম সেরা পেস বোলার। সুস্থ হয়ে পের মাঠে ফিরতে মরিয়া শাহিন। জামাইকে ২২ গজে ফেরাতে মাঠে নেমে শাহিনকে অনুশীলন করাচ্ছেন আফ্রিদি। সেই ভিডিয়োও ভাইরাল নেট দুনিয়ায়। সেই ভিডিয়োতে শাহিনের উদ্দেশে আফ্রিদিকে বলতে শোনা যায়, তোমার ব্যাট এখনও ঠিক পিছন থেকে নামছে না।
ব্যাটিংয়ের পর শাহিনকে বোলিং প্র্যাক্টিসও করান আফ্রিদি। হবু জামাইয়ের বলের বিরুদ্ধে ব্যাট হাতে চেনা-পরিচিত স্টাইলে বিশাল ছক্কা মারেন আফ্রিদি। সেই ভিডিয়োও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। তবে বিয়ে তো হল, কিন্তু ফের কবে ২২ গজে শাহিন আবার ফিরবেন তা স্পষ্ট নয়। তার আগেই সাত পাকে বাঁধা পড়লেন শাহিন।
শেয়ার করুন