জাতীয় স্তরে ঘটনার ঘনঘটা বছরভর। বছরের প্রথম দিনেই বৈষ্ণোদেবী মন্দিরে পদপিষ্ট হয়ে ১২ জনের মৃত্যু। বেশ কয়েকটি রাজ্যের ভোট নিয়ে এ বছর উত্তেজনা ছিল। পঞ্জাবে কংগ্রেসের হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়েছে আম আদমি পার্টি। আবার হিমাচল প্রদেশে বিজেপিকে হারিয়ে ক্ষমতায় এসেছে কংগ্রেস। বাকি রাজ্যগুলিতে বিজেপিরই বাজিমাত। ২০২২ সালে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা নিয়ে যথেষ্ট চর্চা ছিল। প্রায় সাড়ে তিন হাজার কিমি জুড়ে এই যাত্রা নিয়ে বিতর্কও কম হয়নি। বিজেপির সমালোচনা শুনতে হয়েছে কংগ্রেসকে। বছরের শেষেও ঘুরেফিরে চর্চায় এসেছে এই যাত্রা। বছরের একেবারে শেষ লগ্নে আবার করোনা আতঙ্ক তাড়া করেছে দেশকে। নামিবিয়া থেকে আটটি চিতাবাঘ আনার কৃতিত্ব জাহির করে প্রচারের আলোয় এসেছেন প্রধানমন্ত্রী। এ বছরেই প্রথম আদিবাসী এবং দলিত সম্প্রদায়ের কোনও মহিলা রাষ্ট্রপতি হলেন। সব মিলিয়ে একের পর এক ঘটনা। এক নজরে দেখে নেওয়া যাক ২০২২ সালের গুরুত্বপূর্ণ ঘটনার ঝলক।
১ জানুয়ারি
জম্মুর বৈষ্ণোদেবী মন্দিরে পদপিষ্ট হয়ে ১২ জনের মৃত্যু। জখম হন ১৬ জন। রাত সওয়া ২টো নাগাদ তিন নম্বর গেটের কাছে দুদল পুণ্যার্থীর মধ্যে বচসার জেরে হুড়োহুড়ি পড়ে যায়। যার জেরে অনেকে পায়ের নীচে পড়ে যান।
১৪ ফেব্রুয়ারি
হাইকোর্টের অন্তর্বর্তী নির্দেশে কর্নাটকের স্কুল-কলেজের বাইরে হিজাব বা বোরখা খুলে ঢোকা চালু হল।
১০ মার্চ
পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, গোয়া ও মণিপুরে বিজেপি জিতলেও পঞ্জাবে কংগ্রেসকে হটিয়ে ক্ষমতায় আসে আম আদমি পার্টি।
৩০ জুন
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা উদ্ধব ঠাকরের। তার আগেই অবশ্য একনাথ শিন্ডের নেতৃত্বে শিবসেনায় ভাঙন ধরে গিয়েছে। বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করা সম্ভব নয় জেনেই পদত্যাগ করেন ঠাকরে।
২৫ জুলাই
ভারতের পঞ্চদশ রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন দ্রৌপদী মুর্মু। দেশের আদিবাসী সম্প্রদায়ের প্রথম মহিলা রাষ্ট্রপতি হলেন মুর্মু। এই একই দিনে গুজরাতের বোটাড জেলায় বিষমদে ৪২ জনের মৃত্যু হয়।
৯ অগাস্ট
নীতীশ কুমারের ইস্তফা এবং বিজেপি-সঙ্গ ত্যাগ। দীর্ঘদিনের রাজনৈতিক শত্রু লালুপ্রসাদ যাদবের আরজেডির সঙ্গে নয়া জোট গঠন। পরের দিন বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে ফের শপথ নিলেন নীতীশ কুমার। উপ-মুখ্যমন্ত্রী হল লালুপুত্র তেজস্বী যাদব।
২৮ অগাস্ট
অবৈধভাবে নির্মিত দিল্লির নয়ডায় সুপারটেক টুইন টাওয়ার্স ভেঙে দেওয়া হল আদালতের নির্দেশে।
৪ সেপ্টেম্বর
ভারতের ধনকুবের ব্যবসায়ী, টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির জীবনাবসান। একটি দামি গাড়িতে কয়েকজনের সঙ্গে যাওয়ার সময় পাঁচিলে ধাক্কা মারে গাড়িটি। গাড়ির ভিতরেই মৃত্যু হয় সাইরাসের।
৭ সেপ্টেম্বর
রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার সূচনা। কন্যাকুমারী থেকে শুরু হওয়া এই পদযাত্রা এখনও চলছে। বর্ষশেষের কয়েকদিন পদযাত্রা বন্ধ থাকলেও ফের শুরু হবে নতুন বছরে। এই পদযাত্রাকে নিয়ে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে প্রায় রোজই অবিরাম বাগযুদ্ধ চলছে।
১৬ সেপ্টেম্বর
মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে নামিবিয়া থেকে আটটি চিতাবাঘ এনে ছাড়া হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চিতাবাঘগুলিকে জঙ্গলে ছেড়ে দেন।
৩০ অক্টোবর
বিধানসভা নির্বাচনের মাসখানেক আগে গুজরাতের মোরবি সেতু ভেঙে মৃত্যু ১৩৫ জনের।
১০ নভেম্বর
ডি ওয়াই চন্দ্রচূড় দেশের ৫০-তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন।
১৪ নভেম্বর
দিল্লির বুকে হাড়কাঁপানো খুনের ঘটনা প্রকাশ্যে। আফতাব আমিন পুনাওয়ালা নামে এক যুবক তার লিভইন পার্টনারকে খুন করে। পরে দেহ ৩৫ টুকরো করে বিভিন্ন দিনে বিভিন্ন জায়গায় ফেলে দিয়ে আসে। পুলিশ তাকে গ্রেফতার করে ওইদিন। ঘটনা যদিও ছমাস আগের।
৮ ডিসেম্বর
গুজরাত ও হিমাচল প্রদেশ বিধানসভা ভোটের ফলপ্রকাশ। গুজরাতকে কংগ্রেসকে ধুয়েমুছে বিপুল ভোটে জয়ী হয় বিজেপি। এবং অন্যদিকে, হিমাচলে বিজেপিকে সরিয়ে গদিতে বসে কংগ্রেস।
শেয়ার করুন