২০২২ সালটা সামগ্রিকভাবে বিড়ম্বনার মধ্যেই কাটাল রাজ্যের শাসকদল। যদিও বছরের শুরুটা ভালোই ছিল। চারটি মিউনিসিপ্যাল কর্পোরেশনে নিরঙ্কুশ জয় পেল তৃণমূল। পরে ১০৪টি পুরসভার ভোটেও তৃণমূলের জয়জয়কার। তারপর মার্চ মাস থেকেই নানা অস্বস্তি ঘিরে ধরল শাসকদলকে। এক নজরে দেখে নেওয়া যাক ২০২২ সালের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা, যেগুলি নিয়ে আলোড়ন পড়ে গোটা রাজ্যে।
১৪ ফেব্রুয়ারি
বিধাননগর, আসানসোল, শিলিগুড়ি এবং চন্দননগর কর্পোরেশনের ভোটে একচ্ছত্র জয় তৃণমূলের। তবে দীর্ঘ খরা কাটিয়ে বামেদের ভোট কিছুটা বাড়িয়ে নিল। ১০৪টি পুরসভাতেও জয়জয়কার তৃণমূলের। তাহেরপুর এবং দার্জিলিং বাদে সব পুরসভাই তৃণমূলের দখলে। তাহেরপুরে জয় বামেদের। দার্জিলিং পুরসভা পেল নবগঠিত হামরো পার্টি।
২১ মার্চ
বীরভূমের বগটুই গ্রামে তৃণমূলের উপপ্রধান ভাদু শেখ খুন হন বোমা এবং গুলিতে। রাত নটা নাগাদ ওই ঘটনার পরই ভাদুর অনুগামীদের তাণ্ডব। গ্রামে একাধিক বাড়িতে আগুন। পরে ২২ মার্চ সোনা শেখ নামে একজনের বাড়িতে শিশু, মহিলা-সহ দশজনের পোড়া দেহ উদ্ধার। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ঘিরেই এই হত্যাকাণ্ড। সেই ঘটনার সিবিআই তদন্ত চলছে। কয়েকদিন পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বগটুই গ্রামে গেলেন। রাজ্য পুলিশের ডিজিকে রাজ্যের সমস্ত জেলায় বেআইনি অস্ত্রশস্ত্র উদ্ধারের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী।
৫ এপ্রিল
নদিয়ার হাঁসখালিতে এক তৃণমূল নেতার ছেলের বাড়িতে জন্মদিনের পার্টিতে গ্রামেরই এক কিশোরীকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ। পরে সেই কিশোরী মারা যায়। অভিযোগ, দেহ তড়িঘড়ি পুড়িয়ে দেওয়া হয়। ওই ঘটনারও সিবিআই তদন্ত চলছে। পরে ১১ এপ্রিল নেতাজি ইন্ডোরে এক সভায় মুখ্যমন্ত্রী হাঁসখালির ঘটনাকে ছোট ঘটনা বলে আখ্যা দিলেন। তিনি বললেন, মেয়েটির সঙ্গে কারও ভালোবাসা থাকতে পারে, মেয়েটি সন্তানসম্ভবা হয়েছিল কি না, তাও দেখতে হবে। সবকিছু ভালো করে খতিয়ে দেখা উচিত। ওই ঘটনা নিয়ে যথেষ্ট আলোড়ন পড়ে রাজ্যে। কিন্তু মুখ্যমন্ত্রীর মন্তব্যে বিতর্ক বাড়ল। আদালত এই ঘটনারও সিবিআই তদন্তের নির্দেশ দেয়।
২৩ জুলাই
মে মাস থেকেই প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে শিক্ষক-অশিক্ষক কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠছিল। তা নিয়ে একাধিক মামলা হয়। বেনিয়মে নাম জড়ায় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে একাধিক শিক্ষাকর্তার। বিতর্ক ওঠে প্রাথমিক শিক্ষা পর্ষদ, মধ্য শিক্ষা পর্ষদ, স্কুল সার্ভিস কমিশনের ভূমিকা নিয়েও। ২৩ জুলাই রাতভর অভিযান চালিয়ে ইডি পার্থকে নাকতলার বাড়ি থেকে গ্রেফতার করে। ওইদিনই পরে গ্রেফতার হন পার্থর ঘনিষ্ঠ বান্ধবী বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়। অর্পিতার হরিদেবপুর এবং বেলঘরিয়ার দুটি বিলাসবহুল ফ্ল্যাট থেকে নগদ প্রায় ৫০ কোটি টাকা পাওয়া যায়। এছাড়া বহু মূল্যবান সোনার গয়না, বিদেশি মুদ্রা মেলে। নিয়োগ দুর্নীতি নিয়েও সিবিআই তদন্ত চলছে।
১১ অগাস্ট
সিবিআইয়ের হাতে গ্রেফতার বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। গরু পাচার-কাণ্ডে তাঁকে গ্রেফতার করে সিবিআই। তিনি এখন অন্য একটি মামলায় দুবরাজপুর থানার পুলিশ হেফাজতে আছেন।
৭ সেপ্টেম্বর
বাগুইআটির দুই ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর খবর সামনে আসায় আলোড়ন। পুলিশি তদন্তে জানা যায়, সম্পর্কে দুই তুতো ভাইকে দুই সপ্তাহ আগে তাদের পরিচিত এক যুবক বাইক কেনার নাম করে বাড়ি থেকে নিয়ে যায়। ৫০ হাজার টাকার লোভে একটি গাড়ির মধ্যেই ফাঁস লাগিয়ে দুজনকে সেদিনই খুন করা হয়। পরে বাসন্তী এক্সপ্রেসওয়ের ধারের একটি খালে দুজনের দেহ ফেলে রাখা হয়। তারপর বসিরহাট হাসপাতালের মর্গে তাদের দেহ আছে বলে খবর দেওয়া হয় পরিবারকে। সেদিনও নিহত একজনের বাবার কাছে এক কোটি টাকা মুক্তিপণ চেয়ে ফোন আসে।
১৬ সেপ্টেম্বর
নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের হাতে গ্রেফতার মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়।
১৯ সেপ্টেম্বর
স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন সভাপতি এবং উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য গ্রেফতার নিয়োগ দুর্নীতিতে।
১১ অক্টোবর
নিয়োগ কেলেঙ্কারিতে সিবিআইয়ের হাতে গ্রেফতার প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য।
১৫ ডিসেম্বর
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উতসবের উদ্বোধন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুথ খান, মহেশ ভাটের মতো তারকাদের ভিড়ে জমজমাট উদ্বোধনী মঞ্চ। মধ্যমণি ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উতসব ঘিরে সাতদিন ধরে চলচ্চিত্রপ্রেমীদের উন্মাদনা।
শেয়ার করুন