শুক্রবার বলিউডের জনপ্রিয় বর্ষিয়ান অভিনেত্রী বঙ্গতনয়া শর্মিলা ঠাকুর কলকাতায় দুটি টেবিল ক্যালেন্ডার উন্মোচন করেন। একটি আন্তর্জাতিক চলচ্চিত্রকার মৃণাল সেনের উপর, অপরটি প্রখ্যাত চিত্রকর যোগেন চৌধুরীরকে নিয়ে। অনুষ্ঠানটি হয়েছিল 'চারুবাসনা-যোগেন চৌধুরী সেন্টার ফর আর্টস' সভাগৃহে।
শর্মিলা ঠাকুর এবং যোগেন চৌধুরীর ওপর তোলা ছবিগুলির চিত্রগ্রাহক ছিলেন যথাক্রমে প্রতাপ দাশগুপ্ত এবং অরিজিৎ মৈত্র। দুটি ক্যালেন্ডারই প্রকাশ করেছে 'তপন সিনহা ফাউন্ডেশন'।
অনুষ্ঠানে যোগেনবাবু শর্মিলা ঠাকুরের হাতে তাঁর আঁকা ছবি তুলে দিয়ে তাঁর অভিনয় প্রতিভা এবং রবীন্দ্র পরিবারের সঙ্গে শর্মিলা ঠাকুরের যোগসূত্রের কথা স্মরণ করিয়ে দেন।
মৃণাল সেন প্রসঙ্গে অভিনেত্রী বলেন,'পরিচালক হিসেবে মৃণাল বাবু অত্যন্ত উচ্চমানের ছিলেন। তাঁর কাজ আমাকে ভীষণভাবে আকৃষ্ট করে।'
অভিনেত্রীর আরও সংযোজন, 'কিন্তু আমার জীবনে আফশোস থেকে গেল যে আমি তাঁর সঙ্গে কোনও ছবিতে কাজ করতে পারিনি।'
সকলকে শুভ নববর্ষের আগাম শুভেচ্ছা জানিয়ে শর্মিলা নলেন গুড়ের তৈরি কেক কাটেন।
অনুষ্ঠান শেষে অটোগ্রাফ শিকারীদের সাদরে কাছে টেনে নিয়েছেন 'আরাধনা' নায়িকা।
অনুষ্ঠানে অন্যান্যদের সঙ্গে উপস্থিত ছিলেন প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের কন্যা পৌলমী বসু।
শেয়ার করুন