Placeholder canvas

Placeholder canvas
HomeদেশIndian Citizenship: মোদি জমানায় দেশ ছেড়েছেন প্রায় ৯ লক্ষ ভারতীয়, টুইটে তোপ...

Indian Citizenship: মোদি জমানায় দেশ ছেড়েছেন প্রায় ৯ লক্ষ ভারতীয়, টুইটে তোপ কংগ্রেসের

Follow Us :

নয়াদিল্লি: ‘অচ্ছে দিন’-এর ডাক দিয়ে ক্ষমতায় এসেছিলেন। ‘সব কা সাথ, সব কা বিকাশ’-এর বাণী শুনেছিলেন। ২০১৪-তে বিজেপি ক্ষমতায় আসার পর অবশ্য দেশ সবক্ষেত্রেই পিছিয়েছে। সৌজন্যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মুদ্রাস্ফীতি, দারিদ্র, বেকারত্বের জ্বালায় প্রাণ ওষ্ঠাগত দেশবাসীর। এর মধ্যে সামনে এল চমকে দেওয়া তথ্য। সংসদে মোদি সরকার জানাল, ৭ বছরে প্রায় ৯ লক্ষ ভারতীয় দেশ ছেড়েছেন।

লোকসভায় এক প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই বলেন, ১ জানুয়ারী ২০১৫ থেকে ৩০ সেপ্টেম্বর, ২০২১ এর মধ্যে প্রায় ৯ লক্ষ লোক ভারতীয় নাগরিকত্ব ছেড়ে দিয়েছেন। এই পরিসংখ্যান অনুসারে, প্রতিদিন প্রায় ৩৫০ জন ভারতীয় নাগরিকত্ব ছেড়ে দিচ্ছেন। রাই বলেন, বিদেশমন্ত্রকের কাছ থেকে পাওয়া তথ্য অনুসারে, মোট ১ কোটি ৩৩ লক্ষ ৮৩ হাজার  ৭১৮ জন ভারতীয় নাগরিক বর্তমানে বিদেশে বসবাস করছেন।

ভারত ছেড়েছেন যাঁরা, তাঁদের প্রথম পছন্দ আমেরিকা৷ যাঁরা দেশ ছেড়েছেন, তাঁদের মধ্যে ৪২ শতাংশ আমেরিকার নাগরিকত্ব নিয়েছেন। দ্বিতীয় পছন্দ হল- কানাডা। ২০১৭ থেকে ২০২১  সালের মধ্যে ৯১ হাজার ভারতীয় কানাডার নাগরিকত্ব গ্রহণ করেছেন। অস্ট্রেলিয়া তিন নম্বরে রয়েছে। ৫ বছরে ৮৬ হাজার ৯৯৩ জন ভারতীয় অস্ট্রেলিয়ার নাগরিক হয়েছেন। ৬৬ হাজার ভারতীয় ইংল্যান্ড এবং ২৩ হাজার ভারতীয় ইতালির নাগরিকত্ব নিয়েছেন।

আরও পড়ুনRoyal Bengal Tiger: সুন্দরবনের রাজার রাজকীয় ব্যবস্থা, বাথটাব, পাখা, ওআরএস, বদল মেনুতেও

RELATED ARTICLES

Most Popular

Recent Comments