পূর্ব মেদিনীপুর: তৃণমূল নেতার গাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি ও ভাংচুরের অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। চলল বোমা।
কাঁথি ১ ব্লকের মাজিলাপুট গ্রামে ৪ কোটি টাকার “জল জীবন প্রকল্প” সেচ দপ্তরের জায়গায় হওয়ার কথা ছিল। তার পরিবর্তে তৃণমূল নেতা আমিন সোহেল তাঁর ব্যক্তিগত জায়গায় প্রকল্পটি স্থানাতরিত করেছেন বলে অভিযোগ।
তৃণমূলের অভিযোগ, বুধবার রাতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা আমিন সোহেলের উপর হামলা চালায়। তাঁর গাড়িতে ইট পাটকেল ছুড়ে ভাংচুর করা হয়। এমনকি গাড়ি লক্ষ্য করে বোমাও ছোড়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে জুনপুট কোস্টাল থানার পুলিশ।
সূত্রের খবর, কিছুদিন আগে বিডিওর উপস্থিতিতে প্রকল্পের স্থান পরিদর্শন করা হয়েছে।বিজেপি অবশ্য অভিযোগ অস্বীকার করে দাবি করে, এর পিছনে তাদের কোনও ভুমিকা নেই। কাটমানি খাওয়া নিয়ে তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরেই ওই হামলা হয়েছে আমিন সোহেলের উপর।
আরও অন্য খবর দেখুন