Tuesday, July 8, 2025
HomeCurrent NewsPriyanka Gandhi: মিছিল ফেরত বিজেপি কর্মীরা প্রিয়াঙ্কার থেকে কংগ্রেসের ইস্তাহার, ব্রেসলেট নিলেন

Priyanka Gandhi: মিছিল ফেরত বিজেপি কর্মীরা প্রিয়াঙ্কার থেকে কংগ্রেসের ইস্তাহার, ব্রেসলেট নিলেন

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: উত্তরপ্রদেশের ভোট প্রচারে বিরল ছবি ধরা পড়ল৷ যা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে৷ বিজেপি কর্মী-সমর্থকরা কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর কাছ থেকে চেয়ে নিচ্ছেন নির্বাচনী ইস্তাহার৷ তুলছেন সেলফিও৷ ঘটনাটি উত্তরপ্রদেশের মহৌলের৷

মঙ্গলবার কংগ্রেসের টুইটার হ্যান্ডেল থেকে ঘটনার ভিডিয়ো পোস্ট করা হয়েছে৷ খবর লেখা পর্যন্ত কয়েকশো রিটুইট হয়েছে৷ একাধিক টুইট ব্যবহারকারী নানান মন্তব্য করেছেন৷

কারণ কী? ভিডিয়োতে কী দেখা যাচ্ছে?

কংগ্রেসের শেয়ার করা ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, গাড়ির মধ্যে বসে আছেন প্রিয়াঙ্কা গান্ধী৷ গাড়ির কাচ নামানো৷ গাড়িতে প্রিয়াঙ্কার পাশে রয়েছেন আরও কয়েকজন৷ কিন্তু সে সবকে ছাপিয়ে গিয়েছে বিজেপি কর্মীদের হুড়মুড়িয়ে প্রিয়াঙ্কার হাত থেকে কংগ্রেসের ইস্তাহার নেওয়ার ছবি৷ ইস্তাহার ছাড়াও ‘লড়কি হুঁ, লড় সকতি হুঁ’ লিফলেট, ব্রেসলেট ইত্যাদি চেয়ে নেন তাঁরা৷ অনেককে বলতে শোনা যায়, ব্রেসলেট দিন। শুনে খুশি হয়ে প্রিয়াঙ্কা গাড়ির জালনা দিয়ে তাঁদের হাতে ব্রেসলেট, ইস্তাহার তুলে দিচ্ছেন। তাঁকে বলতে শোনা যাচ্ছে, সবাইকে দেব৷ তাড়াহুড়ো করবেন না৷ ভিডিয়োতে আরও কয়েকজনের গলা শোনা যাচ্ছে৷ যাঁরা বলছেন, ধীরে ধীরে নিন৷

তাঁরা কারা? কংগ্রেসের টুইটে দাবি করা হয়েছে, বিজেপির ভোট প্রচার মিছিল থেকে তাঁরা ফিরছিলেন৷ ফেরার পথে প্রিয়াঙ্কা গান্ধীর গাড়ি দেখেই তাঁরা দাঁড়িয়ে পড়েন৷ কাচ নামিয়ে তাঁদের সঙ্গে কথা বলতে শুরু করতেই হুড়োহুড়ি পড়ে যায়৷ যুবক-বয়স্ক সকলেই প্রিয়াঙ্কার সঙ্গে হাত মেলাতে চাইছিলেন৷ লিফলেট, ব্রেসলেট নেওয়ার মাঝে কেউ কেউ আবার সেলফিও তুলেছেন৷ সেই দৃশ্যও ধরা পড়েছে ক্যামেরায়৷

এই ঘটনায় কংগ্রেস নেতৃত্বও অভিভূত৷ তা টুইটারের ক্যাপশনেও স্পষ্ট৷ টুইটে লেখা হয়েছে, ‘রাজনীতিতে এই ছবি বিরল৷ বিজেপির সমাবেশ থেকে ফেরা লোকজন প্রিয়াঙ্কা গান্ধীর থেকে ‘লড়কি হুঁ, লড় সকতি হুঁ’ ব্রেসলেট, লিফলেট নিচ্ছেন’৷ এটাই উত্তরপ্রদেশের পরিবেশ৷’

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39