Tuesday, July 8, 2025
HomeCurrent NewsRahul Gandhi-Stalin: সংসদে তামিলনাড়ু নিয়ে বক্তব্য পেশ, রাহুলকে ধন্যবাদ স্ট্যালিনের

Rahul Gandhi-Stalin: সংসদে তামিলনাড়ু নিয়ে বক্তব্য পেশ, রাহুলকে ধন্যবাদ স্ট্যালিনের

Follow Us :

নয়াদিল্লি: সংসদে কেন্দ্রের বিজেপির সরকারের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তামিলনাড়ু-সহ দেশের একাধিক রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে মোদি সরকারের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হওয়ার প্রসঙ্গ উত্থাপন করেন। রাহুলের সেই জ্বালাময়ী ভাষণে তামিলনাড়ুর প্রসঙ্গ থাকায় ধন্যবাদ জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। তিনি টুইটারে সমস্ত তামিলদের তরফে রাহুলকে ধন্যবাদ জানিয়েছেন। স্ট্যালিন ছাড়াও দক্ষিণ ভারতের একাধিক রাজ্যের জনপ্রতিনিধিরা প্রতিক্রিয়া দিয়েছেন৷

স্ট্যালিন টুইটে লিখেছেন, ‘গতকাল সংসদে আপনার বক্তব্যের জন্য আমি সমস্ত তামিল মা-ভাই-বোন তরফে আপনাকে ধন্যবাদ জানাই৷ যে বক্তব্যে আপনি ভারতের সংবিধানের ধারণাকে সুন্দরভাবে উপস্থাপন করেছেন৷’’ ডিএমকে নেতা আরও লেখেন, ‘‘ আপনি পার্লামেন্টে তামিলদের দীর্ঘস্থায়ী যুক্তি তুলে ধরেছেন৷ যা স্বতন্ত্র সাংস্কৃতিক ও রাজনৈতিক শিকড়ের উপর নির্ভর করে এবং যা আত্মসম্মানকে গুরুত্ব দেয়।’

বুধবার লোকসভায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী ৪৫ মিনিটের বক্তব্যে একের পর এক প্রসঙ্গ উল্লেখ করে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে ফেলার অভিযোগ করেন৷ মোদি নেতৃ্ত্বাধীন বিজেপি সরকারের বিরুদ্ধেই অভিযোগ করেন রাহুল৷ তিনি সংসদে বলেন, ‘‘এখানে একজন রাজা যা বলে দেয়, তাই হয়৷ কার্যত রাজতন্ত্রকে ফিরিয়ে আনা হয়েছে৷ কিন্তু ভুলে গেছেন, প্রকৃত রাজতন্ত্র যখন ছিল, তখন রাজারা অন্যান্য স্টেটের সঙ্গে কথা বলতেন৷ পারস্পরিক আলোচনা হত৷ কিন্তু এখন কাউকেই কথা বলতে দেওয়া হয় না৷ রাজা যা ঠিক করেন তাই হয়৷ একটা নীতিতেই দেশ চলছে৷ তাই দেশের মধ্যে বিভিন্ন পকেটে ক্ষোভ তৈরি হচ্ছে৷ তামিলনাড়ু, জম্মু-কাশ্মীরে ক্ষোভ তৈরি হচ্ছে৷ মণিপুরে, আরুণাচলে ক্ষোভ তৈরি হচ্ছে৷ দেশের গণতান্ত্রিক কাঠামো ভেঙে দেওয়া হচ্ছে৷ কাজেই মেডল ইন্ডিয়ার যে কথা বলা হচ্ছে, তা হবে না৷’’

তামিলনাড়ু প্রসঙ্গে রাহুল বলেন, ‘‘ উত্তরপ্রদেশের মতো তামিলনাড়ুরও সমান অধিকার রয়েছে৷ সংবিধান পড়লেও সেটাই জানতে পারবেন৷ খুঁজে পাবেন যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বর্ণনা৷ এটি একটি অংশীদারিত্বের বিষয়৷ রাজার রাজত্ব নয়৷ তিনি কোনওভাবেই তামিলনাড়ুর জনগণের উপর শাসন করতে পারবেন না। এটি করা যাবে না। যাই হোক না কেন আপনি ভারতের রাজ্যগুলিতে শাসন করতে পারবেন না। সম্রাট অশোককে দেখতে পারেন। বিষয়টি সর্বদা কথোপকথন এবং আলোচনা দ্বারা শাসিত হয়েছে।” এখানেই থামেননি রাহুল গান্ধী৷

নাম না করে মোদির উদ্দেশে তিনি আরও বলেন, ‘‘আপনি মনে করেন যে আপনি তাঁদের দমন করতে পারেন। কিন্তু না৷ তামিলনাড়ুর মানুষের মনে ভারতের ধারণা আছে। কেরালার মানুষের একটা সংস্কৃতি আছে। তাঁদের মর্যাদা আছে। রাজস্থানের মানুষের একটা ঐতিহ্য আছে। তাঁদের জীবনযাপনের উপায় আছে। প্রতিদিন আমি আপনার কাছ থেকে শিখি। আমি তামিলনাড়ুর মানুষের কাছ থেকে শিখি।”

আরও পড়ুন: AITC Parliament: হু-এর মানচিত্রে জম্মু-কাশ্মীর পাকিস্তান এবং চীনের অংশ, সংসদে সরব শান্তনু

যদিও রাহুলের বক্তব্যের পাল্টা জবাব দিয়েছেন তামিলনাড়ু বিজেপি প্রধান কে আন্নামালাই৷ তিনি রাহুল গান্ধীকে উপহাস করে তাঁর বক্তৃতাকে “অসংলগ্ন” বলেন। কে আন্নামালাই বলেন, ‘‘সংসদে রাহুল গান্ধীর আকস্মিক বিস্ফোরণে আমরা বরাবরের মতোই বিমোহিত হয়েছি। তার অসংলগ্ন শব্দে, তিনি উল্লেখ করেছেন যে তামিলনাড়ুতে বিজেপি কখনই ক্ষমতায় আসতে পারবে না’’

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39