কলকাতা: বিধানসভার ভিতরে ও বাইরে পরিকল্পনা করে বিজেপি হামলা চালাচ্ছে বলে অভিযোগ করল তৃণমূল কংগ্রেস। সোমবার বিধানসভার ভিতরের ঘটনা (TMC-BJP Clash Assembly) এমন পরিকল্পনার অঙ্গ বলেই মনে করছেন তারা। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) অভিযোগ করলেন, নিজ এলাকা থেকে জিতে এসেও বিজেপি বিধায়করা এলাকার উন্নয়ন নিয়ে একটি কথাও বলেন না। উলটে হাঙ্গামা-মারামারি করে নিজেদের উপস্থিতি জাহির করার চেষ্টা করেন।
পার্থর কটাক্ষ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, মুখ্য সচেতক মনোজ টিগগার মত নেতারা আজ বিধানসভার গরিমা নষ্ট করেছেন। এর আগেও দেখা গিয়েছে, মুখ্যমন্ত্রীর বক্তব্যের সময় কীভাবে তাঁরা সমস্যা তৈরি করেছেন। হাঙ্গামা-ঝামেলা করে সভা ভণ্ডুল করা চেষ্টা করেছেন। আজ তারই নক্কারজনক বহিঃপ্রকাশ দেখা গেল। সোমবার ঘটনাকে অনভিপ্রেত, নিন্দনীয়, অসংসদীয় বলে মন্তব্য করে পার্থর দাবি, বিধানসভার আলোচনা পণ্ড করাই বিজেপি বিধায়কদের একমাত্র উদ্দেশ্য।
তৃণমূল মহাসচিব এর পরই বলেন, বিধানসভার ভিতরে সোমবার বিজেপি বিধায়করা তৃণমূলের মহিলা বিধায়কদের উপর চড়াও হয়। তাঁদের হাত থেকে রেহাই মেলেনি বিধানসভার মহিলা নিরাপত্তারক্ষীদেরও। এর পরই তাঁর দাওয়াই, দল গণতান্ত্রিকভাবে বিজেপির এই তাণ্ডবের প্রতিবাদ জানাবে, মোকাবিলা করবে। বিধানসভার ভিতরে সভার নিয়ম-নীতি মেনে এর প্রতিবাদ-ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ৫ বিজেপি বিধায়ককে সাসপেন্ড করেছেন। বিজেপি বিধায়করা অনৈতিকভাবে এই কাজ করেছেন। বাধ্য হয়েই অধ্যক্ষ আজ ৫ বিজেপি বিধায়ককে সাসপেন্ড করেছে বলে মন্তব্য করেন পার্থ।
পার্থর কথায়, বিধানসভার বাইরে একই ভাবে তাণ্ডব-হামলা চালিয়ে যাচ্ছে বিজেপি। পরিকল্পনা করে রাজ্য প্রশাসনকে অপদস্ত-বদনাম করার কাজ করছে। বাংলার মানুষ এর জবাব দেবেন। আর তৃণমূল কংগ্রেস রাজনৈতিক-সাংগঠনিক ভাবে এর মোকাবিলা করবে।