কলকাতা: আর মাত্র কয়েকটা দিন। তারপরই দীপাবলি (Diwali 2023)। দীপাবলির আগেই দিন পালিত হয় ধনত্রয়োদশী বা ধনতেরাস (Dhanteras)। চলতি বছর ধনতেরাস পালিত হবে ১১ নভেম্বর। ধনতেরসের দিন ধন্বন্তরীর পুজো হয়। শাস্ত্র মতে মনে করা হয়, ধনতেরাসের সময় বিশেষ তিথিতে সোনা কিনে ঘরে আনলে তা শুভ ফল দেয়। তাই এই দিনে প্রত্যেক মানুষই নিজেদের সামর্থ্য অনুযায়ী কিছু না কিছু কেনেন। কিন্তু এমন কিছু জিনিস রয়েছে যা ধনতেরসের দিন কেনা অশুভ। কথিত আছে যে এই জিনিসগুলি কিনলে দেবী লক্ষ্মী রুষ্ট হন, যা বাড়িতে আর্থিক সঙ্কট ডেকে আনে৷ জেনে নিন কী কী কিনবেন না-
১) ধনতেরাসে লোহার তৈরি জিনিস কেনা উচিত নয়। আসলে, লোহা সরাসরি রাহু এবং কেতুর সঙ্গে সম্পর্কিত। এমন পরিস্থিতিতে ধনতেরাসের দিন লোহার তৈরি জিনিস বাড়িতে আনলে রাহু গ্রহের অশুভ ছায়া পড়তে পারে। এতে বাড়িতে সমস্যা বাড়তে থাকে।
আরও পড়ুন: দীপাবলিতে বাড়িতে আনুন এই ৫ ছবি, সংসারে উপচে পড়বে সুখ-সমৃদ্ধি
২) ধনতেরাসের দিনে কাচের তৈরি জিনিস কেনা থেকে বিরত থাকা উচিত। এতে মা লক্ষ্মী ক্রুদ্ধ হন। এর পাশাপাশি কাঁচের জিনিসগুলিও রাহুর সঙ্গে সরাসরি সম্পর্কিত বলে বিশ্বাস করা হয়। ঘরে রাহু গ্রহের প্রবেশ দারিদ্র্যের দিকে নিয়ে যায়। এর ফলে করা কাজ নষ্ট হতে থাকে।
৩) ধনতেরাসের দিন বাসনপত্র কেনার প্রথা বহুদিন ধরেই চলে আসছে। ইস্পাতও লোহার আরেকটি রূপ, তাই বলা হয় যে ধনতেরাসের দিনে ইস্পাতের পাত্রও কেনা উচিত নয়। স্টিলের বদলে তামা বা পিতলের বাসন কেনা যেতে পারে।
৪) ধনতেরাসের দিন কালো রঙের কাপড় বা অন্য কোনও জিনিস কিনে বাড়িতে আনা উচিত নয়। আসলে, কালো রং সবসময়েই দুর্ভাগ্যের প্রতীক হিসেবে বিবেচিত হয়। কালো রঙের পোশাক পরলে শনিদেব আপনার রাশিতে আধিপত্য বিস্তার করতে পারেন। এই কারণেই ধনতেরাসে কালো রঙের জিনিস কেনা উচিত নয়।
৫) ধারালো কোনও জিনিস কেনা উচিত নয়। ধনতেরাসের দিন ছুরি, কাঁচি এবং অন্যান্য ধারালো অস্ত্র কেনা এড়িয়ে চলা উচিত। এতে দেবী লক্ষ্মী ও ধন সম্পদের দেবতা কুবের ক্রুদ্ধ হন, যার ফলে আর্থিক সংকট দেখা দেয়। বাড়িতে নেতিবাচক শক্তির প্রবেশ ঘটে৷
৬) বেশিরভাগ পরিবার শুভ বলে মনে করলেও আসলে ধনতেরসে গাড়ি কেনা উচিত নয়। তবে যদি একান্তই গাড়ি কেনার পরিকল্পনা থাকে, তাহলে ধনতেরসের একদিন আগে অথবা পরে গাড়ির টাকা দিলে ভালো হয়।
দেখুন আরও অন্য খবর: