Placeholder canvas
Homeপুজোদীপাবলিতে বাড়িতে আনুন এই ৫ ছবি, সংসারে উপচে পড়বে সুখ-সমৃদ্ধি

দীপাবলিতে বাড়িতে আনুন এই ৫ ছবি, সংসারে উপচে পড়বে সুখ-সমৃদ্ধি

প্রতিটি ঘরে ঘরে ধুমধাম করে পালিত হবে আলোর  উৎসব

কলকাতা: দীপাবলি (Diwali 2023) আসতে আর বেশি সময় বাকি নেই। প্রতিটি ঘরে ঘরে ধুমধাম করে পালিত হবে আলোর  উৎসব। এই বছর দীপাবলি ১২ নভেম্বর অর্থাৎ রবিবার পড়েছে। এই দিন বাড়িতে লক্ষ্মী-গণেশের পুজো করা হয়। মা লক্ষ্মীর আরাধনা করলে ঘরে সুখ ও সমৃদ্ধি আসে। তবে, ধনতেরস ও দীপালিতে বাড়িতে কিছু নতুন জিনিস আনার প্রথা রয়েছে। বাস্তু অনুযায়ী, দীপাবলির দিনে বাড়িতে এই পাঁচটি ছবি আনা অত্যন্ত শুভ। এই ছবিগুলি বাড়িতে থাকলে জীবন সুখ-সমৃদ্ধিতে ভরে যায়। জেনে নিন দীপাবলিতে বাড়িতে কোন ছবি আনবেন-

লক্ষ্মী-গণেশ ও কুবের- দীপাবলিতে লক্ষ্মী-গণেশের পুজো করলেও কুবেরের কথা অনেকেই স্মরণ করেন না। দীপাবলিতে এই তিন দেবদেবীর ছবি আনা উচিত। দীপাবলিতে বাড়িতে লক্ষ্মী-গণেশ-কুবেরের ছবি আনলে পরিবারে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পায়। কখনও অর্থাভাব দেখা দেয় না। সন্ধ্যা বেলা এই ছবির পুজো করলেও লক্ষ্মীর পাশাপাশি কুবেরের আশীর্বাদ পাওয়া যায়।

টিয়া পাখির ছবি- বাস্তু শাস্ত্র অনুযায়ী, দীপাবলিতে বাড়িতে টিয়া পাখির ছবি লাগান। টিয়া পাখি বুধ ও শুক্রের প্রতিনিধিত্ব করে। এর ফলে জীবন সুখ-সমৃদ্ধিতে ভরে যায়। আবার বাচ্চাদের ঘরে টিয়া পাখির ছবি লাগালে তাঁদের একাগ্রতা বৃদ্ধি পায়। পাশাপাশি বাচ্চারা পড়াশোনায় মনোনিবেশ করতে পারে।

সাতটি ঘোড়ার ছবি- দীপাবলিতে সাতটি ঘোড়ার ছবি বাড়িতে লাগালে সৌভাগ্য বৃদ্ধি পায়। লক্ষ্মীর আশীর্বাদ থাকে পরিবারের সদস্যদের ওপর। এই ছবি লাগালে ব্যক্তির অসম্পূর্ণ কাজের গতি বাড়ে। এমনকি শীঘ্র কাজ সম্পন্ন হয়। সাতটি ঘোড়া উন্নতি, সাহস ও সাফল্যের প্রতীক। দীপাবলির আগে এই ছবিকে প্রবেশদ্বারে লাগাতে পারেন। এ

আরও পড়ুন: দীপাবলিতে কেন জ্বালানো হয় মাটির প্রদীপ?

প্যাঁচার ছবি- দীপাবলির সময়ে অবশ্যই প্যাঁচার ছবি কিনবেন। প্যাঁচা লক্ষ্মীর বাহন। জীবনে আনন্দ ও সমৃদ্ধি প্রদান করবে এই ছবি। পাশাপাশি প্যাঁচার ছবি বাড়িতে রাখলে জীবনে ইতিবাচক শক্তির সঞ্চার বজায় থাকে। ঘর ও পরিবারের সদস্যরা কুনজরের হাত থেকেও মুক্ত থাকে। দীপাবলির পুজোর পর প্যাঁচার মূর্তি বা ছবি টাকা-পয়সা রাখার স্থানে রেখে দিন। অফিসে প্যাঁচার ছবি লাগালে কেরিয়ারে উন্নতি হয়।

ঝর্নার ছবি- দিপাবলীতে বাড়িতে ঝর্নার ছবি আনতে ভুলবেন না। ঝর্না বা প্রবাহিত জলধারার ছবি বৈঠক খানায়ে লাগানো শুভ। এই ছবি পরিবার ও সদস্যদের জীবনে গতিশীলতা বৃদ্ধি করে। পাশাপাশি জল পরিবারে ইতিবাচক শক্তির প্রভাব বিস্তার করে। আবার বাড়ির সদস্যরা তুখড় বুদ্ধি সম্পন্ন হন। এই ছবি বাড়িতে সুখ-শান্তি বজায় রাখে।

দেখুন আরও অন্য খবর:

ED | ইডি দফতরে এবার রানাঘাটের রেশন ডিলার জয়িতা পাল

RELATED ARTICLES

Most Popular

Recent Comments