কলকাতা: কার্তিক মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব হল দীপাবলি (Diwali 2023)। যা নিয়ে গোটা দেশ প্রস্তুতি নিতে শুরু করেছে ইতিমধ্যেই। পাঁচ দিনের এই পর্বে ধনতেরাস থেকে দীপাবলি পর্যন্ত গোটা দেশ রঙিন আলোয় ভরে যাবে। দীপবলিতে পুজোর সময় মাটির প্রদীপ জ্বালানো হয়। মাটির প্রদীপ দিয়ে ঘর সাজিয়ে তা আলোয় আলোকিত করে দেওয়ার প্রথা রয়েছে। স্বাভাবিকভাবেই, মানুষের মনে প্রশ্ন উঠতে পারে, দীপাবলিতে সবসময় মাটির প্রদীপই কেন জ্বালানো হয়? চলুন জেনে নেওয়া যাক সেই কাহিনি।
পৌরাণিক কাহিনি অনুযায়ী, দীপাবলির সময়ে ১৪ বছরের বনবাস পুরো করে অযোধ্যা এসেছিলেন রাম। এই উপলক্ষে অযোধ্যাবাসীরা প্রদীপ জ্বালিয়ে ও রঙ্গোলি বানিয়ে রাম, লক্ষণ ও সীতার আগমনের আনন্দে মেতে ওঠেন। সেই দিনটি ছিল কার্তিক অমাবস্যা। তারপর থেকেই এই তিথিতে দীপাবলি পালিত হয়। দীপাবলিতে লক্ষ্মী-গণেশের পুজোর নিয়মও রয়েছে। পাশাপাশি কুবের ও সরস্বতীর পুজোও করা হয়।
আরও পড়ুন: ভূত চতুর্দশীর দিন এই কাজটি করলেই পাবেন মা লক্ষ্মীর আশীর্বাদ
তবে, দীপাবলিতে মাটির প্রদীপ জ্বালানোর পিছনে একাধিক কারণ বর্তমান। জ্যোতিষ শাস্ত্রে, মঙ্গলকে মাটি ও ভূমির কারক গ্রহ মনে করা হয়। আবার শনির সঙ্গে সর্ষের তেলের সম্পর্ক রয়েছে। মাটি ও সর্ষের তেলের প্রদীপ জ্বালালে শনি ও মঙ্গল মজবুত হয়। যা ব্যক্তির জীবনে শুভ ফলাফল প্রদান করে। উল্লেখ্য মঙ্গল ও শনি মজবুত হলে ব্যক্তি ধন, দৌলত, সুখ ও মধুর দাম্পত্য জীবন উপভোগ করতে পারে। মাটির প্রদীপ ব্যক্তির জীবনে ইতিবাচক শক্তির সঞ্চার করে। এর ফলে ব্যক্তির জীবনে আনন্দের আগমন হয়। মাটির প্রদীপ পঞ্চতত্বের প্রতিনিধিত্ব করে।
দেখুন আরও অন্য খবর: