Homeপুজোগণেশকে ভুলেও নিবেদন করবেন না এই জিনিস, সংসারে নেমে আসবে ঘোর অমঙ্গল

গণেশকে ভুলেও নিবেদন করবেন না এই জিনিস, সংসারে নেমে আসবে ঘোর অমঙ্গল

কলকাতা: কলকাতা: কথায় বলে বাঙালির বারো মাসে তেরো পার্বণ। আর এই পার্বণ বা উত্‍সব মানেই নতুন আনন্দে গা ভাসিয়ে দেওয়া। আর সামনেই তো বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো। তার আগে পালিত হবে গণেশ চতুর্থী (Ganesh Chaturthi 2023)। প্রতিবছর ভাদ্র মাসের শুক্লাপক্ষের চতুর্থীতে গণেশ পুজো হয়ে থাকে। চলতি বছর ১৯ সেপ্টেম্বর পালিত হবে গণেশ পূজো। দশ দিনব্যাপী এই উৎসব পালন করবেন তার ভক্তরা। জ্যোতিষমতে, গণেশ উত্‍সবের সময় এমন কিছু ব্যবস্থা করাও মঙ্গলের। গণপতির কৃপায় আপনার জীবনের সাফল্য লেগেই থাকবে। ধন-সম্পদ উপচে পড়বে সংসারে, সংসারে আসবে সুখও। তবে, গণেশকে ভুলেও নিবেদন করবেন না এই জিনিস, ঘনিয়ে আসতে পারে বিপদ। জেনে নিন কী কী করবেন না।

 

১) গণেশ চতুর্থীর দিনে ভগবান গণেশের আরাধনায় কিছু বিষয়ের যত্ন নেওয়া উচিত। এই দিনে গণেশজিকে তুলসির পাতা ও ডাল ভুলেও অর্পণ করবেন না।

 

২) পুজোর সময় শুধুমাত্র সাদা বা হলুদ কাপড় পরুন।  কালো রঙের কাপড় পরিধান করা থেকে বিরত থাকুন।

 

৩)  ঘরে গণেশজির মূর্তি স্থাপিত হলে খেয়াল রাখবেন সেটি যেন খুব বড় আকারের না হয়। নদীর মাটি দিয়ে তৈরি গণেশজির মূর্তি স্থাপন খুব শুভ বলে মনে করা হয়।

 

৪) এই দিনে চাঁদকে অর্ঘ্য নিবেদন না করে ব্রত শেষ করবেন না। খেয়াল রাখবেন চাঁদকে অর্ঘ্য নিবেদন করার সময় চোখ অবনত রাখবেন।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments