কলকাতা: পুজোর কেনাকাটি এখন প্রায় সবারই শেষের দিকে। প্রসাধনীও কেনাকাটি চলছে নিশ্চয়ই? বর্তমান যুগে কমবেশি সকলেই নিজেকে প্রেজেন্টেবল দেখাতে ভালোবাসেন। এছাড়াও লিপস্টিক কিন্তু সকলেই লাগান। এ বছর পুজোতে কোন রংয়ের লিপস্টিক ট্রেন্ডিংয়ে রয়েছে, কোন কালার নজর কাড়বে সকলের থেকে, চলুন দেখে নেওয়া যাক।
গাঢ় মেরুন
নবমীতে জমকালো পোশাকের সঙ্গে রাখতে পারেন গাঢ় রংয়ের লিপস্টিক। প্যাস্টেল শেডের জাম্পস্যুটের সঙ্গেও দিব্যি মানাবে মেরুন রং। সঙ্গে হালকা গয়না, স্মোকি আইজ। বাজেট এবং পছন্দের ব্র্যান্ড অনুযায়ী ম্যাকের ডিভা, কালারবারের পাওয়ার কিস এবং সুগারের ব্রান্ডি হেরিংটন যে কোনও একটি কিনে নিতে পারেন।
লাল
অনেকেই লাল রংয়ের লিপস্টিক পছন্দ করেন না! কিন্তু অষ্টমীর সকাল এবং বিজয়ার সিঁদুরখেলার জন্য শাড়ি নিশ্চই কিনেছেন? তার সঙ্গে একটু লালের ছোঁয়া না থাকলে চলে না। সুগারের স্কারলেট, ম্যাকের রুবি উ, ল্যাকমের রেড কোট কিংবা ক্রিমসন টাউন, রেভলনের লাভ দ্যাট রেড কিনে ফেলতেই পারেন।
ন্যুড
সকালে পাড়ার মণ্ডপে বন্ধুদের সঙ্গে আড্ডা কিংবা প্যান্ডেল হপিং, অথবা অষ্টমীর অঞ্জলি। এখন বেশি মেকআপ করতেও পছন্দ করেন না অনেকেই। আবার চড়া রঙের লিপস্টিক পরলেও কেমন যেন আত্মবিশ্বাসের অভাব বোধ করেন। মনে হয় সবাই যেন আপনাকেই দেখছে। তাই হালকা রঙের যে পোশাকই পরুন না কেন, সব সময়ে যায় ন্যুড লিপস্টিক। তবে ন্যুডেরও তো বিভিন্ন শেড হয়। নায়েকার মল্টেন ম্যাট, ম্যাকের মেহর কিংবা হুইল, ব্লু হেভেনের উডি ফ্লাশ, ফেসেস কানাডার সাটল মভ, ল্যাকমের ক্যান্ডি ফ্লাশ।