নদিয়াঃ কালীপুজোর দিনকয়েক পরই জগদ্ধাত্রী পুজো শুরু হয়। রাজ্যের বিভিন্ন প্রান্তে ধুমধাম করে পালন করা হয় জগদ্ধাত্রী পুজো। টানা ৪ দিন ধরে চলে পুজো। কিন্তু ব্যতিক্রমি পুজো দেখা যায় নদিয়ার শান্তিপুরে। সেখানে কালী মাকেই জগদ্ধাত্রী রূপে পুজো করা হয়। কালী প্রতিমাকে কেজি কেজি সোনা রুপোর অলংকারে সাজানো হয়।
আগামী ১০,১১ এবং ১২ নভেম্বর জগদ্ধাত্রী পুজো। কিন্তু নদিয়াতে অন্যভাবে পালন করা হয় জগদ্ধাত্রী পুজো। সেখানে জগদ্ধাত্রী পুজো শুরু হওয়ার আগের মঙ্গলবার অথবা শনিবার পুজো শুরু হয় রূপো কালী মায়ের। রুপো কালী মাকেই জগদ্ধাত্রী রূপে পুজো করা হয়।
আরও পড়ুন : ১০০ কোটির ক্লাবে ‘ভুলভুলাইয়া ৩’
পুজো কমিটি সূত্রে খবর, আজ অর্থাৎ ৫ নভেম্বর, রূপোকালী মায়ের আবির্ভাব উৎসব অনুষ্ঠিত হবে। আজ থেকে এক সপ্তাহ জুড়ে অনুষ্ঠিত হবে পুজো। কেজি কেজি সোনার এবং রুপোর গহনা দিয়ে সাজিয়ে তোলা হয় মাকে। যা আরও আকর্ষণীয় করে তোলে দেবীকে।
কথায় আছে, রূপোকালী মা খুব জাগ্রত। দুরদুরান্ত থেকে দেবীর দর্শন করতে আসেন অগণিত ভক্তমণ্ডলী। হাজার হাজার ভক্তরা এই সময় উপস্থিত হন দেবীর দর্শনে নিজেদের মনস্কামনা পূরণের আশায়। মন্দিরের পক্ষ থেকে আয়োজন করা হয় বিরাট মহোৎসবের। তাতে অংশগ্রহণ করেন ভক্তমণ্ডলী।
এবছর এক সপ্তাহ জুড়ে চলবে রূপোকালী মায়ের আরাধনা। মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে ১২ নভেম্বর নিরঞ্জন পালা অনুষ্ঠিত করা হবে রূপোকালী মায়ের।
অন্য খবর দেখুন