রাশিফল: আজ ২১ জুলাই রবিবার, শাস্ত্র মতে চাঁদ ধনু রাশি থেকে মকর রাশিতে সঞ্চার করবে। ফলে আজ তৈরি হবে সূর্য ও চাঁদের মধ্যে সমসপ্তক যোগ। আবার আজ আষাঢ় মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি। দিনটি গুরু পূর্ণিমা হিসাবে পালিত হবে। আজকের দিনে সমসপ্তক যোগ, সর্বার্থসিদ্ধি যোগ, প্রীতি যোগ ও উত্তরাষাঢ় নক্ষত্রের শুভ সংযোগে প্রভূত উন্নতি হবে ৫ রাশির জাতকের-
মেষ রাশি: কর্মক্ষেত্রে ব্যাপক উন্নতির সুযোগ আসবে। নিকট কোন আত্মীয়ের সহায়তায় ব্যবসায়ীদের ব্যাপক লাভ হবে।
সিংহ রাশি: এই রাশির জাতকদের জন্য আজকের দিনটি অত্যন্ত লাভজনক হতে চলেছে। জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য লাভ করতে পারবেন। পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক মজবুত হবে। ব্যবসায় লাভান্বিত হবেন। আটকে থাকা টাকা ফিরে পেতে পারেন। বাবার সাহায্যে সম্পত্তি ক্রয়ের ইচ্ছাপূরণ হবে।
কন্যা রাশি: কন্যা রাশির জাতকদের দিনটি সুখসমৃদ্ধিতে ভরে থাকবে। ধর্ম-কর্মের কাজে মনোনিবেশ করবেন। বন্ধুদের সঙ্গে কোনও অনুষ্ঠানে যাওয়ার সুযোগ পাবেন। আত্মবিশ্বাস বাড়বে। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন।
ধনু রাশি: এই রাশির জাতকদের আর্থিক পরিস্থিতি মজবুত হবে। ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি আপনার ভবিষ্যতের চিন্তা কমাবে। চাকরিজীবী জাতকদের জন্য আজকের দিনটি ভালো।
কুম্ভ রাশি: একাধিক শুভ যোগে আজকের দিনটি কুম্ভ রাশির জাতকদের জন্য আশীর্বাদ স্বরূপ। সম্পত্তিতে লগ্নির জন্য শুভ দিন, ভাগ্য আপনার পাশে থাকবে। সন্তানের কাছ থেকে কোনও সুসংবাদ পাওয়ায় মন আনন্দিত হবে।
ডিসক্লেমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে kolkatatvonline.in কোনও তথ্য অনুমোদন বা নিশ্চিত করে না। কোনও তথ্য বা বিশ্বাস মেনে চলার আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।