রাশিফল: আজ ২ জুন ২০২৪ রবিবার, পঞ্জিকা অনুযায়ী জৈষ্ঠ্যা কৃষ্ণা একাদশী তিথি। এই একাদশী তিথি অপরা একাদশী নামে পরিচিত। জ্যোতিষ গণনা অনুসারে আজ সৌভাগ্য যোগ ও সর্বার্থ সিদ্ধি যোগের পাশাপাশি রেবতী নক্ষত্রের প্রভাবও থাকবে। এর ফলে আজকের দিনটি দারুণ মাহাত্ম্যপূর্ণ হতে চলেছে পাঁচ রাশির জাতকদের জন্য (Horoscope)-
মিথুন রাশি: সৌভাগ্য যোগের প্রভাবে দিনটি শুভ ফলদায়ী হতে চলেছে মিথুন রাশির জাতকদের জন্য। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনও কাজ আপনি সম্পূর্ণ করতে পারবেন। যাঁরা ব্যবসা করেন, কাজের সূত্রে তাঁদের দূরে কোথাও ভ্রমণে যেতে হতে পারে। কেরিয়ারে বড় উন্নতির যোগ আছে।
কন্যা রাশি: সূর্য দেবতার আশীর্বাদে আজ ভালো কিছু ঘটতে চলেছে কন্যা রাশির জাতকদের জীবনে। কোনও সামাজিক অনুষ্ঠানের সঙ্গে আপনি যুক্ত হতে পারেন। সমাজে আপনার সম্মান ও প্রতিপত্তি বাড়বে।
আরও পড়ুন: মঙ্গলবার মেনে চলুন এই নিয়মগুলি, সমৃদ্ধি আসবে
বৃশ্চিক রাশি: দিনটা বেশ মজা করে কাটবে বৃশ্চিক রাশির জাতকদের। সম্পত্তি সংক্রান্ত কোনও মামলা আদালতে চললে, সেই মামলার রায় আপনার পক্ষে আসতে পারে। উত্তরাধিকার সূত্রে বেশ কিছুটা সম্পত্তি লাভ করার যোগ আছে।
ধনু রাশি: অপরা একাদশীতে নারায়ণের আশীর্বাদে মনে সুখ ও শান্তি বজায় থাকবে ধনুর জাতকদের। সম্পত্তি সংক্রান্ত কোনও সমস্যা চললে এবার তাও মিটে যেতে পারে। কেরিয়ারে বড় উন্নতির যোগ আছে। আর্থিক ভাবে লাভবান হতে পারেন।
কুম্ভ রাশি: রেবতী নক্ষত্রের প্রভাবে মনে সাহস বাড়বে কুম্ভ রাশির জাতকদের। নতুন কোনও ব্যবসা শুরু করা এই সময় আপনার জন্য লাভজনক হবে। অফিসে কোনও গুরুত্বপূর্ণ বিষয়ে সিনিয়র ও সহকর্মীদের সাহায্য পাবেন। নতুন বাড়ি বা গাড়ির কেনার শুভ যোগ আছে।
আরও খবর দেখুন