skip to content
Friday, September 13, 2024

skip to content
Homeরাশিফলসপ্তাহের প্রথম দিনই উন্নতি কাদের? জানুন রাশিফলে

সপ্তাহের প্রথম দিনই উন্নতি কাদের? জানুন রাশিফলে

Follow Us :

কলকাতা: আজ আপনাকে কী কী মোকাবিলা চ্যালেঞ্জ করতে হতে পারে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? কী আছে আপনার ভাগ্যে? ন্দ্র আজ মকর রাশি থেকে বেরিয়ে কুম্ভ রাশিতে বিচরণ করবে। আবার আজ সূর্য ও চন্দ্র পরস্পরের থেকে চতুর্থ ও দশম কক্ষে অবস্থান করবে। যার ফলে তৈরি হবে চতুর্থ দশম যোগ। জেনে নিন আজ বৃহস্পতিবার আপনার কেমন যাবে সারাদিন।

মেষ রাশি- মেষ রাশির জাতকরা সরকার দ্বারা সম্মানিত হতে পারেন। টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা করে থাকলে, তা সহজে পেয়ে যাবেন। সন্ধ্যা নাগাদ কোনও বন্ধুর সঙ্গে দেখা হবে, যা আপনাকে আনন্দিত করে তুলবে। পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দে রাত কাটাবেন।

বৃষ রাশি- বৃষ রাশির জাতকদের জন্য আজকের দিনটি শুভ। যে কোনও কাজেই আপনি সাফল্য লাভ করবেন। তাড়াহুড়োয় কোনও কাজ করবেন না, আঘাত লাগতে পারে, সতর্ক থাকুন। অর্থ লগ্নির পরিকল্পনা করে থাকলে লাভ হবে। ব্যবসায়ে যে লাভ হবে, তার কারণে আনন্দিত থাকবেন। পরিবারের কোনও সদস্যের সঙ্গে তর্কের সময়ে নিজের বাণী নিয়ন্ত্রণে রাখুন।

মিথুন রাশি- মিথুন রাশির জাতকদের আর্থিক দিক দিয়ে সতর্ক থাকতে হবে। নিজের বৃদ্ধিপ্রাপ্ত ব্যয় নিয়ন্ত্রণে রাখতে হবে। ভবিষ্যতের জন্য এমন স্থানে অর্থ সঞ্চয় করুন, যেখান থেকে পরবর্তীকালে আপনার লাভ হতে পারে। শারীরিক সমস্যা থাকলে কষ্ট বাড়তে পারে। এর ফলে মানসিক চিন্তা বাড়বে।

কর্কট রাশি- কর্কট রাশির জাতকরা নতুন ব্যবসা শুরু করলে ভাগ্যের পূর্ণ সঙ্গ পাবেন। শ্বশুরবাড়ির তরফে প্রতিষ্ঠা পেতে পারেন। মা-বাবার স্বাস্থ্যের যত্ন নিন। কোনও সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিন। নিজের সুখ-সুবিধায় অর্থ ব্যয় করবেন এই রাশির জাতক। তবে আয় অনুযায়ী ব্যয় করতে হবে এই রাশির জাতকদের।

সিংহ রাশি- সিংহ রাশির জাতকদের কোনও কাজ পূর্ণ না-হওয়ায় হতাশ থাকবেন। ভুল কোনও ব্যক্তির ওপর ভরসা করে কোনও লেনদেন করবেন না, কারণ ভবিষ্যতে বড়সড় লোকসান হতে পারে। বন্ধুর কাছ থেকে আর্থিক সাহায্য চাইলে তা সহজে পেয়ে যাবেন। চোখের সমস্যা বাড়তে পারে।

কন্যা রাশি- কন্যা রাশির জাতকরা এমন কোনও কাজ পাবেন, যা পুরো করার জন্য সহকর্মীদের সহযোগিতা লাভ করবেন। আপনার মনের মধ্যে নির্ভয় থাকবে। এর শুভ পরিণাম লাভ করবেন। স্ত্রীর সঙ্গে কোনও বিবাদ চললে তার সমাধান হবে। অন্যের সাহায্য করার সময় লক্ষ্য রাখুন, যাতে কেউ এটিকে আপনার স্বার্থ না-বোঝে।

আরও পড়ুন: মিথুন-সহ দারুণ লাভ ৩ রাশির! জানুন আপনার ভাগ্যে কী আছে?

তুলা রাশি- তুলা রাশির জাতকদের পরিবারে কোনও শুভ অনুষ্ঠানের বিষয়ে আলোচনা হতে পারে। এ সময়ে ভেবেচিন্তে নতুন লগ্নি করুন। কোনও আত্মীয়ের বাড়ি যেতে পারেন। সন্তানের তরফে উৎসাহজনক সংবাদ শুনতে পাবেন। দীর্ঘদিন ধরে কোনও সম্পত্তি সংক্রান্ত বিবাদ চলতে থাকলে তাতে জয়ী হতে পারেন।

বৃশ্চিক রাশি- এই রাশির জাতকদের মনের মধ্যে ব্যাকুলতা থাকবে। এর ফলে চিন্তিত থাকবেন। পরিবারের মধ্য়ে কোনও বিবাদ চললে এমন কোনও কথা কানে আসতে পারে, যার ফলে আপনার মন দুশ্চিন্তিত হবে। তবে এতে মনোনিবেশ করবেন না, পরিবারের বরিষ্ঠ সদস্যরা এর সমাধান বের করতে পারবেন।

ধনু রাশি- রাশির জাতকরা আজ বিচক্ষণতার সঙ্গে কাজ করুন। ব্যবসার জন্য নতুন পরিকল্পনা কার্যকরী করবেন। কারও কথায় কান দেবেন না। নিজের বুদ্ধি দিয়ে কোনও কাজ অগ্রসর করুন, তখনই লাভ অর্জন করতে পারবেন। ব্যবসায়ে লাভ অর্জনের ফলে সন্তুষ্ট হবেন।

মকর রাশি- এই রাশির জাতকরা বহু প্রতীক্ষিত কোনও মূল্যবান বস্তু পাবেন। সন্তানের পড়াশোনায় অর্থ ব্যয় করবেন, তখনই ভবিষ্যতে উন্নতি করতে পারবেন। শ্বশুরবাড়ির তরফে সম্মান পেতে পারেন। চাকরিজীবী জাতকরা কোনও নতুন ব্যবসা শুরু করলে এতে লাভান্বিত হবেন।

কুম্ভ রাশি- কুম্ভ রাশির জাতকদের স্বাস্থ্য দুর্বল হবে। তাই খাওয়া-দাওয়ায় বিশেষ যত্ন নিন। গাফিলতি করবেন না। আত্মীয়ের দ্বারা প্রতারিত হতে পারেন। তবে নিজের চতুর বুদ্ধি কাজে লাগিয়ে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। সাংসারিক সুখ-সুবিধায় অর্থ ব্যয় করবেন।

মীন রাশি- মীন রাশির জাতকদের সন্তানের বিবাহ সংক্রান্ত আলোচনা দীর্ঘদিন ধরে চললে তা এবার পুরো হতে পারে। সামাজিক সম্মান পাওয়ায় মনোবল বাড়বে। আপনার আনন্দময় জীবন থেকে অন্যেরা আপনার সঙ্গে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করবেন।

দেখুন আরও অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Bhatpara | ব্যাগ ভর্তি বোমা, ভাটপাড়ায় ভয়াবহ ঘটনা
40:31
Video thumbnail
Junior Doctors | কতজন জুনিয়র ডাক্তার কাজে যোগ দিলেন? জানতে চাইল রাজ্যের স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা
07:36:16
Video thumbnail
Sitaram Yechury | ২৫ দিনের যুদ্ধ শেষ, প্রয়াত সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি
07:25:15
Video thumbnail
Mamata Banerjee | ২ ঘন্টা ১০ মিনিট অপেক্ষা, সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী, দেখুন নবান্ন থেকে সরাসরি
05:03:56
Video thumbnail
Mamata Banerjee | লাইভ স্ট্রিমিং কেন নয়? ব্যাখ্যা দিলেন মুখ্যমন্ত্রী
04:55:00
Video thumbnail
Politics | পলিটিক্স (12 September, 2024)
09:37
Video thumbnail
চতুর্থ স্তম্ভ (Fourth Pillar) । উৎসব কাদের? উৎসব কী? উৎসবে নেই কারা?
10:56
Video thumbnail
Weather Update | ফের নিম্নচাপ জারি হলুদ সতর্কতা, প্রবল বৃষ্টি কোন কোন জেলায়?
11:02:46
Video thumbnail
আজকে (Aajke) | কলকাতার সরকারি হাসপাতালে জুনিয়র ডাক্তাররা আছেন কেন?
11:28
Video thumbnail
Nabanna | Doctor Protest | নবান্নে মুখ্যমন্ত্রী - জুনিয়র ডাক্তার বৈঠক শুরু হল না, দেখুন সরাসরি
04:05:00