skip to content
Monday, January 13, 2025
Homeরাশিফল২৮ অগাস্ট, সুখবর আসতে চলেছে এই রাশির জাতক-জাতিকাদের

২৮ অগাস্ট, সুখবর আসতে চলেছে এই রাশির জাতক-জাতিকাদের

Follow Us :

আমরা সকলেই চাই প্রতিদিন আমাদের যেন ভাল কাটে। তাই তো? কিন্তু সারাদিন থাকে নানা চিন্তা, কাজ সহ অনেক কিছু। মোকাবিলা করতে হয় অনেক চ্যালেঞ্জেরও। তবে এই সবের মধ্যে নিশ্চই জানতে ইচ্ছে করে, আজ সারাদিন কেমন কাটতে পারে? ভাল কিছু অপেক্ষা করে আছে কি না? এছাড়াও কেমন থাকবে আর্থিক অবস্থা? কী আছে ভাগ্যে? দেরি না করে বরং জেনে নিন রবিবার ছুটির দিন আপনার সারাদিন কেমন কাটবে। 

মেষ রাশি- মেষ রাশির জাতকরা আজ সামাজিক ও রাজনৈতিক কাজে বড়সড় সাফল্য লাভ করবেন। আপনার কাজের কারণে মান-সম্মান বাড়বে। যে কাজ শুরু করেছেন, তাতে সাফল্য লাভ করবেন এই রাশির জাতক। অংশীদারীত্বের ব্যবসায় সাফল্য অর্জন করতে পারবেন। বিদেশে বসবাসকারী আত্মীয়ের কাছ থেকে কোনও সুসংবাদ পেতে পারেন এই রাশির জাতকরা। প্রেম জীবনে জীবনসঙ্গীর সঙ্গে অবসাদে জড়াবেন। 

বৃষ রাশি- বৃষ রাশির জাতকদের আজ আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে। ব্যস্ততার কারণে প্রেম জীবনে দূরত্ব আসতে পারে। সন্ধ্যা নাগাদ জীবনসঙ্গীকে কোথাও ঘোরাতে নিয়ে যেতে পারেন, এর ফলে তাঁর মুখে হাসি ফুটবে। অপ্রিয় ব্যক্তিদের সঙ্গে দেখা হওয়ায় অনাবশ্যক সমস্যার মুখোমুখি হবেন। সন্তানের তরফে আনন্দদায়ক সংবাদ পেতে পারেন।

মিথুন রাশি- মিথুন রাশির জাতকরা নিজের পছন্দের বিষয়ে উচ্চশিক্ষা লাভ করতে পারবেন। সম্পত্তি ক্রয়-বিক্রয়ের আগে সব দিক ভালোভাবে যাচাই করে নিন, তা না-হলে ভবিষ্যতে সমস্যা উৎপন্ন হতে পারে। যাত্রার পরিকল্পনা করে থাকলে সতর্ক থাকুন। দীর্ঘদিনের আটকে থাকা টাকা ফিরে পেতে পারেন। এর ফলে আর্থিক পরিস্থিতি মজবুত থাকবে। আটকে থাকা কাজ সম্পন্ন হওয়ায় মন প্রসন্ন হবে।

কর্কট রাশি- কর্কট রাশির জাতকরা গাড়ি ও বাড়ি কেনার চেষ্টা করলে তাঁদের প্রচেষ্টা সফল হবে। সন্তানের দায়িত্ব পূরণের সমস্যা রয়েছে। চাকরিজীবীরা ভালো সুযোগ পাবেন। সন্তানের দায়িত্বপূরণ হতে পারে। বন্ধুর সঙ্গে যাত্রায় গেলে লাভান্বিত হবেন। ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার পথ প্রশস্ত হবে।

সিংহ রাশি- সিংহ রাশির জাতকরা তাড়াহুড়োয় কোনও সিদ্ধান্ত নিলে লোকসান সম্ভব। ব্যবসায় বাণীর কারণে সম্মানিত হবেন। বাণী মাধুর্যের কারণে শত্রুরাও আপনার সঙ্গে ঝগড়া করার পর আপনার কথা মেনে নেবেন। ছাত্রছাত্রীরা শিক্ষা ও প্রতিযোগিতায় বিশেষ সাফল্য লাভ করবেন। ধৈর্য সহকারে পারিবারিক সমস্যার সমাধান খুঁজতে সফল হবেন। পারিবারিক ব্যয় নিয়ন্ত্রণে রাখুন। তা না-হলে ভবিষ্যতে আর্থিক সংকট সম্ভব।

কন্যা রাশি- কন্যা রাশির জাতকরা সন্তানের তরফে কোনও সুসংবাদ পাবেন। এর ফলে মনের বোঝা কমবে। ধর্মীয় কাজে যে ব্যয় করবেন, তার দ্বারা জনপ্রিয়তা অর্জন সম্ভব। বন্ধুদের সাহায্যে কোনও সরকারি কাজ পূর্ণ হবে। সন্ধ্যা নাগাদ সম্পত্তি সংক্রান্ত বিবাদ চললে জয়ী হবেন। মা-বাবার সঙ্গে দেবদর্শনে যেতে পারেন।

তুলা রাশি- এই রাশির জাতকরা ব্যবসায়ে ইচ্ছামতো পরিণাম পাবেন। এর ফলে আপনার মন প্রসন্ন হবে। কার্যপ্রণালী উন্নত হবে। সন্ধ্যা নাগাদ বন্ধুদের সঙ্গে কাছের বা দূরের যাত্রায় যেতে পারেন। সরকারি চাকরিজীবীরা আধিকারিকদের সাহায্যে নিদের দীর্ঘদিনের সমস্যার সমাধান করতে পারবেন। আর্থিক লেনদেনের বড়সড় সমস্যার সমাধান হবে।

বৃশ্চিক রাশি- এই রাশির জাতকদের পারিবারিক সম্পত্তি বৃদ্ধি হবে। মা-বাবার আশীর্বাদ পেতে পারেন। এ সময়ে কোনও নতুন কাজ করলে উত্তম ফলাফল পাবেন। স্বাস্থ্যের যত্ন নিন। ছাত্রছাত্রীরা ভবিষ্যৎ সংক্রান্ত কোনও সুসংবাদ পাবেন। সন্ধ্যাবেলা বন্ধুর সাহায্যের জন্য এগিয়ে আসবেন। আত্মীয়ের জন্য টাকা জোগাড় করতে পারেন এই রাশির জাতক।

ধনু রাশি- ধনু রাশির জাতকরা ভাইদের সাহায্যে দীর্ঘদিনের আটকে থাকা কাজ সম্পন্ন হবে। এর ফলে ধন লাভের সম্ভাবনা রয়েছে। শ্বশুরবাড়ির তরফে সম্মান পেতে পারেন। জীবনসঙ্গীর পূর্ণ সহযোগিতা লাভ করবেন। সন্ধ্যা নাগাদ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। ব্যবসায়িক ক্ষেত্রে আপনার উন্নতি দেখে শত্রুরাও আপনার প্রশংসা করবেন। তবে তা সত্ত্বেও সতর্ক থাকা উচিত।

মকর রাশি- মকর রাশির জাতকদের দীর্ঘদিনের আটকে থাকা কাজ পূর্ণ হতে পারে। এর ফলে আপনার মনে আনন্দ থাকবে। রোজগারের চেষ্টায় রয়েছেন যাঁরা, সেই মকর জাতকরা সাফল্য লাভ করতে পারেন। মা-বাবার স্বাস্থ্য দুর্বল হতে পারে, তাই সতর্ক থাকুন। বাড়িতে অতিথি আগমন হতে পারে, এর ফলে অর্থ ব্যয় হবে। পারিবারিক ও আর্থিক বিষয়ে সাফল্য লাভ করবেন।

কুম্ভ রাশি- কুম্ভ রাশির যে জাতকরা নিজের চাকরি পরিবর্তন করতে চাইছেন, তাঁদের জন্য সময় ভালো। কোনও ব্যক্তির কাছ থেকে সুসংবাদ পেতে পারেন। এ কারণে যাত্রায় যেতে পারেন আজ। তবে এ সময়ে সতর্ক থাকুন। ব্যবসায় কোনও বন্ধুর কারণে দৌড়ঝাপ করতে হবে। এ ক্ষেত্রে কিছু অর্থ ব্যয় করতে হবে। সন্ধ্যাবেলা পরিবারের সদস্যদের সঙ্গে শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এ সময়ে প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ হবে।

মীন রাশি- এই রাশির জাতকরা যাঁরা আজ পরিবারের সদস্যদের সঙ্গে আর্থিক লেনদেনের কথা চিন্তাভাবনা করছেন, তাঁরা নিজের পরিকল্পনা ত্যাগ করুন। বাবার দেখানো পথে হেঁটে কোনও কাজ করলে তাতে সাফল্য লাভ করবেন। ধর্মীয় স্থানের যাত্রায় কিছু অর্থ ব্যয় করতে পারেন। ছাত্রছাত্রীরা পরীক্ষায় সাফল্য লাভের জন্য একাগ্র হয়ে পড়াশোনা করুন, তখনই সফল হবেন। প্রেম জীবনে শক্তি সঞ্চারিত হবে। 

(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। কলকাতা টিভি অনলাইন এটি নিশ্চিত করে না।)

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Us Ambassador | বিদায় বেলায় US অ্যাম্বাস্যাডরের মুখে 'নমস্কার দোস্তো', ভারতীয়দের উদ্দেশ্যে কী বললেন?
00:00
Video thumbnail
Anubrata Mondal | Kajal Sheikh | কেষ্টর পা ছুঁলেন কাজল! কী হল তারপর? দেখুন এক্সক্লুসিভ
00:00
Video thumbnail
Maha Kumbh Mela | মহাকুম্ভে অঘোরি সাধুদের বিরল দৃশ্য, দেখে নিন একনজরে
00:00
Video thumbnail
Indian Army | সীমান্তে ফের আক্রান্ত ভারতীয় সেনা, বাংলাদেশি সেনার কী করল? জবাব কীভাবে দেবে ভারত?
00:00
Video thumbnail
BJP | বঙ্গ বিজেপির নতুন সভাপতি কে?
00:00
Video thumbnail
Maha Kumbh Mela | কুম্ভ মেলায় কী হচ্ছে? ১৪৪ বছর পর ধরা পড়ল বিরল দৃশ্য
00:00
Video thumbnail
BJP | বিজেপির রাজ‍্য সভাপতি পদে ঘোষণা কবে? জেনে নিন বড় আপডেট
00:00
Video thumbnail
Indian Army | সীমান্তে ফের আক্রান্ত ভারতীয় সেনা, বাংলাদেশি সেনার কী করল? জবাব কীভাবে দেবে ভারত?
10:08
Video thumbnail
India | BSF | সীমান্তে ফের আক্রান্ত ভারতীয় সেনা বাংলাদেশি সেনার কী করল? জবাব কীভাবে দেবে ভারত?
03:10:30
Video thumbnail
Kumbh Mela | Youtuber | ভিউ বাড়াতে মহাকুম্ভে সাধুর হাতে মার খেলেন ইউটিউবার, দেখুন সেই ভাইরাল ভিডিও
01:19:59