রাশিফল: হিন্দুধর্মে মঙ্গলবার হল বজরংবলীর প্রিয় দিন। আজ ৩ সেপ্টেম্বর ২০২৪ মঙ্গলবার, বৈদিক পঞ্জিকা অনুসারে ভাদ্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি। জ্যোতিষ গণনা অনুসারে আজ সাধ্য যোগ ও সিদ্ধ যোগের শুভ প্রভাবের পাশাপাশি থাকবে পূর্ব ফাল্গুনী নক্ষত্র ও উত্তর ফাল্গুনী নক্ষত্রের প্রভাব। এই সব যোগের প্রভাবে আজকের দিনটি বিশেষ মাহাত্ম্যপূর্ণ হতে চলেছে ৫ রাশির জাতকের জন্য-
মিথুন রাশি: দিনটি শুভ দিন হতে চলেছে মিথুন রাশির জাতকদের জন্য। আজ আপনি যে কাজেই হাত দেবেন, তাতেই সাফল্য পাবেন। মানসিক জোর ও মনঃসংযোগ জীবনে সফলতা এনে দেবে। আয় বাড়ার ও প্রতিপত্তি বৃদ্ধির সম্ভাবনা আছে।
সিংহ রাশি: বজরংবলীর কৃপায় দিনটি দুর্দান্ত হতে চলেছে সিংহ রাশির জাতকদের। নিজের উপার্জন বৃদ্ধির জন্য আজ অনেক সময় ও এনার্জি ব্যয় করবেন আপনি। কঠোর পরিশ্রমের জোরে সাফল্য লাভ করবেন এই রাশির জাতকরা। কর্মক্ষেত্রে সাফল্যের শীর্ষে ওঠার সুযোগ পাবেন। অফিসের ম্যানেজমেন্টের থেকে প্রসংশিত হবেন।
তুলা রাশি: সাধ্য যোগের শুভ প্রভাবে আজ বেশ কিছু চ্যালেঞ্জ আপনার সামনে আসলেও সফল ভাবে সেই সব চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারবেন আপনি। বাড়িতে বেশ আনন্দ করে সময় কাটাতে পারবেন। ব্যবসায় উন্নতি হবে। সঙ্গীর থেকে প্রয়োজনীয় সাহায্য পাবেন।
ধনু রাশি: সিদ্ধ যোগের শুভ প্রভাবে আজকের দিনটি বেশ আরামদায়ক হতে চলেছে ধনুর জাতকদের। বাড়িতে বিশেষ রান্নাবান্না হতে পারে, সংসারে আনন্দের পরিবেশ থাকবে। বিনিয়োগের জন্য শুভ দিন। অফিসে আপনার পদোন্নতি ও বেতনবৃদ্ধি হতে পারে।
কুম্ভ রাশি: পূর্ব ফাল্গুনী নক্ষত্রের শুভ প্রভাবে আজকের দিনটি লাভজনক হতে চলেছে কুম্ভ রাশির জাতকদের জন্য। বেশ কিছু অতিরিক্ত অর্থলাভের যোগ আছে। অফিসের পরিস্থিতি আজ আপনার অনুকূল থাকবে। পরিবারে সুখের পরিবেশ বজায় থাকবে।
আরও খবর দেখুন