রাশিফল: হিন্দুধর্মে বুধবার হল সিদ্ধিদাতা গণেশের প্রিয় দিন। আজ ৪ সেপ্টেম্বর ২০২৪ বুধবার, বৈদিক পঞ্জিকা অনুসারে ভাদ্র মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি। জ্যোতিষ গণনা অনুসারে আজ থাকবে সাধ্য যোগ ও শুভ যোগের প্রভাব। এছাড়া আজ গুরু চন্দ্র নবপঞ্চম যোগের পাশাপাশি থাকবে উত্তর ফাল্গুনী নক্ষত্রের প্রভাব। এই সব যোগের প্রভাবে আজকের দিনটি বিশেষ মাহাত্ম্যপূর্ণ হতে চলেছে ৩ রাশির জাতকের জন্য-
মেষ রাশি: আজ বিশেষ জ্ঞানী কোনও মানুষের সঙ্গে আলাপ হতে পারে। কাজের জন্য অফিসে সিনিয়রদের প্রশংসা পেতে পারেন। আর্থিক ভাবে লাভবান হওয়ারও যোগ আছে মেষ রাশির জাতকরা।
কর্কট রাশি: শুভ যোগের প্রভাবে আচমকা বেশ কিছু অর্থলাভ হতে পারে কর্কট রাশির জাতকদের। ব্যবসাতেও উন্নতির যোগ আছে। কর্মক্ষেত্রে নতুন কোনও কাজের দায়িত্ব পেতে পারেন। বিশেষ প্রয়োজনে পরিবারকে নিজের পাশে পাবেন।
কন্যা রাশি: সাধ্য যোগের শুভ প্রভাবে উন্নতির বেশ কিছু সুযোগ পাবেন কন্যা রাশির জাতকরা। নতুন জমি বা বাড়ি কেনার পথে আর কোনও বাধা থাকবে না। ব্যবসায় বিশেষ উন্নতির যোগ আছে।
আরও খবর দেখুন