রাশিফল: আজ ৫ অগাস্ট ২০২৪ সোমবার, শ্রাবণ মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি। হিন্দুধর্মে সোমবার হল মহাদেবের প্রিয় দিন। তার ওপর আজ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। জ্যোতিষ গণনা অনুসারে আজ ব্যাতিপত যোগ ও বরিয়ান যোগের শুভ প্রভাবের সঙ্গে থাকবে অশ্লেষা ও মঘা নক্ষত্রের প্রভাব। এই সব শুভ যোগের প্রভাবে আজকের দিনটি বিশেষ মাহাত্ম্যপূর্ণ হতে চলেছে বেশ কয়েকটি রাশির জাতকদের জন্য-
বৃষ রাশি: আজকের দিনটি আপনি দারুণ আনন্দ করে কাটাতে পারবেন বৃষ রাশির জাতকরা। আচমকা বেশ কিছু অর্থলাভের যোগ আছে। সামাজিক কাজ করার ফলে সমাজে সম্মান বৃদ্ধির সম্ভাবনা আছে। আর্থিক পরিস্থিতি উন্নত হবে।
কর্কট রাশি: আজ বরিয়ান যোগের শুভ ফল লাভ করবেন কর্কট রাশির জাতকরা। শ্রাবণ সোমবারে শিবের কৃপায় আপনার জীবনের সব সংকট কেটে গিয়ে নতুন ভোরের আলো দেখা দেবে। নিজের সব কাজ সফল ভাবে সম্পূর্ণ করতে পারবেন। পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে।
তুলা রাশি: মহাদেবের আশীর্বাদে ভাগ্য খুলবে তুলা রাশির জাতকদের। আপনার পারিবারিক জীবনে সুখ থাকবে এবং নিজের বিরোধীদের পরাজিত করে জয়লাভ করতে পারবেন। ব্যবসায় লাভ বাড়বে।
ধনু রাশি: অশ্লেষা নক্ষত্রের প্রভাবে আজ সৌভাগ্য লাভ করবেন ধনু রাশির জাতকরা। সব কাজে সৌভাগ্য পাশে থাকবে। ধর্মীয় বিষয়ে আগ্রহ বাড়তে পারে।
কুম্ভ রাশি: আজ শুভ অনুষ্ঠানে অংশগ্রহণে জীবনে পজিটিভ প্রভাব আসবে। ব্যাতিপত যোগের শুভ ফল লাভ করবেন এই রাশির জাতকরা। অতিরিক্ত বেশ কিছু অর্থলাভ করার যোগ আছে।
ডিসক্লেমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে kolkatatvonline.in কোনও তথ্য অনুমোদন বা নিশ্চিত করে না। কোনও তথ্য বা বিশ্বাস মেনে চলার আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আরও খবর দেখুন