রাশিফল: আজ ৬ অগস্ট ২০২৪ মঙ্গলবার, শ্রাবণ মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি। আজ পালিত হবে মঙ্গলা গৌরী ব্রত। এদিন দেবী পার্বতীর আরাধনা করা হয়। জ্যোতিষ গণনা অনুসারে আজ বরিয়ান যোগ ও পরিঘ যোগের পাশাপাশি থাকবে মঘা ও পূর্ব ফাল্গুনী নক্ষত্রের প্রভাব। যার ফলে আজকের দিনটি বিশেষ মাহাত্ম্যপূর্ণ হতে চলেছে একাধিক রাশির জাতকের জন্য-
মেষ রাশি: আজ বিশেষ জ্ঞানী কোনও মানুষের সঙ্গ পেয়ে ধন্য হবেন মেষ রাশির জাতকরা। তাঁর থেকে অনেক কিছু শিখতে পারবেন। নিজের কাজের জন্য অফিসে ম্যানেজমেন্টের কাছে প্রশংসিত হতে পারেন। আর্থিক ভাবে লাভবান হওয়ার যোগ আছে।
মিথুন রাশি: মঙ্গলা গৌরী ব্রততে বরিয়ান যোগের প্রভাবে আজ আচমকা বেশ কিছু অর্থলাভ করতে পারেন মিথুন রাশির জাতকরা। ব্যবসায়িক সফর থেকে লাভবান হওয়ার যোগ আছে। কর্মক্ষেত্রে নতুন কোনও দায়িত্ব পেতে পারেন।
কন্যা রাশি: পূর্ব ফাল্গুনী নক্ষত্রের শুভ প্রভাবে আজ উন্নতির বেশ কিছু সুযোগ পাবেন কন্যা রাশির জাতকরা। নতুন জমি বা বাড়ি কেনার পথে সব বাধা কেটে যাবে। ব্যবসায় বিশেষ উন্নতির যোগ আছে। পরিবারে সুখের পরিবেশ বজায় থাকবে।
বৃশ্চিক রাশি: দেবী পার্বতীর আশীর্বাদে শিক্ষার্থীরা আজ পড়াশোনায় বড় সাফল্য পাবে। নিজের পছন্দমতো জমিয়ে খাওয়া-দাওয়া করার সুযোগ আসবে। পরিবার ও বন্ধুদের সঙ্গে আনন্দ করে দিনটা কাটাবে। বিনিয়োগ থেকে বড় লাভ হতে পারে।
মকর রাশি: বজরংবলীর আশীর্বাদে কোনও সুখবর পেতে পারেন মকর রাশির জাতকরা। বাড়িতে অতিথি আসতে পারে। ব্যবসা থেকে আর্থিক ভাবে বড় সাফল্য পেতে পারেন। বিনিয়োগ থেকেও মোটা টাকা লাভ হতে পারে।
আরও খবর দেখুন