রাশিফল: হিন্দুধর্মে শনিবার হল শনি ঠাকুরের প্রিয় দিন। আজ ৭ সেপ্টেম্বর ২০২৪ শনিবার, বৈদিক পঞ্জিকা অনুসারে ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি। জ্যোতিষ গণনা অনুসারে আজ সর্বার্থ সিদ্ধি যোগ, ইন্দ্র যোগ ও ব্রহ্মা যোগের পাশাপাশি থাকবে চিত্রা নক্ষত্র ও স্বাতী নক্ষত্রের প্রভাব। আজ পালিত হবে গণেশ জয়ন্তী, পুরাণ অনুসারে এই দিনেই শিব পার্বতীর সন্তান হিসেবে জন্ম নিয়েছিলেন সিদ্ধিদাতা শ্রী গণেশ। এই সব শুভ যোগের প্রভাবে আজকের দিনটি বিশেষ মাহাত্ম্যপূর্ণ হতে চলেছে ৩ রাশির জাতকের জন্য-
মেষ রাশি: আজকের দিনটি বিশেষ শুভ ও কার্যকরী হতে চলেছে মেষ রাশির জাতকদের জন্য। আর্থিক উন্নতির জন্য প্রচুর সুযোগ আসবে। সিদ্ধিদাতার কৃপায় আজ সব কাজই আপনি সহজে সম্পন্ন করতে পারবেন। অফিসে সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে। বিনিয়োগ থেকে লাভবান হবেন। সংসারে সুখ বজায় থাকবে।
কর্কট রাশি: আজ নানা দিক থেকে লাভবান হবেন কর্কট রাশির জাতকরা। কোনও সুসংবাদ পেতে পারেন। আর্থিক ভাবেও আজকের দিনটি আপনার জন্য লাভজনক হবে। আটকে থাকা টাকা আজ ফেরত পেয়ে যেতে পারেন।
সিংহ রাশি: সর্বার্থ সিদ্ধি যোগের শুভ ফল লাভ করবেন সিংহ রাশির জাতকরা। শিক্ষাক্ষেত্রে সঙ্গে যাঁরা যুক্ত, আজ তাঁরা বিশেষ সাফল্য পেতে পারেন। আর্থিক ভাবেও আজ লাভবান হবেন। ব্যবসা থেকে বড় লাভ হবে। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা মিটে যাবে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে আপনার। সমাজে বিশেষ কারও সঙ্গে পরিচয় হবে।
আরও খবর দেখুন