রাশিফল: হিন্দুধর্মে রবিবার হল সূর্য দেবতার প্রিয় দিন। আজ ৮ সেপ্টেম্বর ২০২৪ রবিবার বৈদিক পঞ্জিকা অনুসারে ভাদ্র মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি। জ্যোতিষ গণনা অনুসারে আজ বুধাদিত্য যোগ, ইন্দ্র যোগ ও রবি যোগের পাশাপাশি থাকবে স্বাতী ও বিশাখা নক্ষত্রের প্রভাব। এই সব শুভ যোগের প্রভাবে আজকের দিনটি বিশেষ মাহাত্ম্যপূর্ণ হতে চলেছে ৫ রাশির জাতকের জন্য-
বৃষ রাশি: বিশাখা নক্ষত্রের আজকের দিনটি খুবই বিলাসবহুল হতে চলেছে বৃষ রাশির জাতকদের। বাড়ির পরিবেশ মনোরম হবে। উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পেতে পারেন। কর্মক্ষেত্রে কাজের জন্য প্রশংসিত হবেন।
কন্যা রাশি: গুরুজনদের আশীর্বাদে ও রবি যোগের প্রভাবে উত্তরাধিকার সূত্রে বেশ কিছু অর্থ লাভ হতে পারে। শ্বশুরবাড়ির সঙ্গে মনোমালিন্য কেটে গিয়ে সম্পর্ক আগের চেয়ে উন্নত হবে। পুরনো প্রিয় বন্ধুর সঙ্গে আজ দেখা হতে পারে।
বৃশ্চিক রাশি: ইন্দ্র যোগের প্রভাবে আজকের দিনটি দারুণ হতে চলেছে বৃশ্চিক রাশির জাতকদের। পরিবারের সদস্যদের থেকে আজ বিশেষ কোনও উপহার পেতে সন্তানের সম্পর্কে কোনও সুখবর আসতে পারে। বাড়তি অর্থলাভের যোগ আছে।
মকর রাশি: বুধাদিত্য যোগে আজ ব্যবসায় প্রভূত উন্নতি হবে মকর রাশির জাতকদের। তবে কাউকে টাকা ধার দেওয়া থেকে বিরত থাকুন। কর্মসূত্রে বিদেশ ভ্রমনের যোগ আছে।
কুম্ভ রাশি: সূর্যদেবের আশীর্বাদে আজ আর্থিক ভাবে লাভবান হওয়ার যোগ আছে কুম্ভ রাশির জাতকদের। পাওনা টাকা এবার ফেরত পেতে পারেন। বাড়িতে ভাই-বোনের সঙ্গে আপনার কোনও ঝামেলা চললে তা মিটে গিয়ে সংসারে শান্তি ফিরবে। নতুন সম্পত্তি কেনার জন্য শুভ দিন।
আরও খবর দেখুন