রাশিফল: হিন্দুধর্মে শুক্রবার হল সম্পদ ও সমৃদ্ধির দেবী মা লক্ষ্মীর প্রিয় দিন। আজ ৯ অগাস্ট ২০২৪ শুক্রবার শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি। আজ পালিত হবে নাগপঞ্চমী। শাস্ত্রমতে এদিন সর্প দেবতার আরাধনা করলে মঙ্গল হয়। জ্যোতিষ গণনা অনুসারে আজ রবি যোগ ও সাধ্য যোগের পাশাপাশি থাকবে হস্ত নক্ষত্রের প্রভাব। এই সব যোগের প্রভাবে আজকের দিনটি বিশেষ মাহাত্ম্যপূর্ণ হতে চলেছে ৫ রাশির জাতকের জন্য।
মিথুন রাশি: আজ জীবনের সব সুখ সৌভাগ্য লাভ করবেন মিথুন রাশির জাতকরা। আপনার সাহস ও ধৈর্য্য দুইই বৃদ্ধি পাবে। মা লক্ষ্মীর কৃপায় পরিবারে সুখ থাকবে। জনসেবামূলক কাজে সক্রিয় অংশগ্রহণে সমাজে সম্মান বাড়বে।
সিংহ রাশি: সাধ্য যোগের শুভ প্রভাবে আজকের দিনটি সৌভাগ্যময় হবে। নিজের সব কাজ সাফল্যের সঙ্গে সম্পন্ন করতে পারবেন। নিজের বুদ্ধি ও দক্ষতা দিয়ে কর্মক্ষেত্রের কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে পারবেন। আইনি জটিলতা থেকেও আজ মুক্তি পাবেন।
বৃশ্চিক রাশি: আজকের দিনটি বিশেষ ভাবে সৌভাগ্যপূর্ণ হতে চলেছে বৃশ্চিক রাশির জাতকদের জন্য। বিষয়ে কোনও সূত্র থেকে আচমকা অতিরিক্ত অর্থ লাভ হতে পারে। সরকারি প্রকল্প থেকেও লাভবান হওয়ার যোগ আছে।
ধনু রাশি: হস্ত নক্ষত্রের প্রভাবে বড় কোনও সাফল্য অপেক্ষা করছে ধনু রাশির জাতকদের জন্য। নিজের জ্ঞান ও বুদ্ধির জোরে সব বিপদ কাটিয়ে উঠতে পারবেন। কেরিয়ারে কাল বড় সাফল্য পাওয়ার যোগ আছে। বেশ কিছু অতিরিক্ত অর্থ প্রাপ্তি হতে পারে। আপনার উপর থাকা সমস্ত মানসিক চাপ এবার কেটে যাবে।
মীন রাশি: মা লক্ষ্মীর আশীর্বাদে আজ এই রাশির জাতকদের সমাজে কোনও উচ্চস্থান লাভ করার যোগ আছে। বিনিয়োগ থেকে লাভবান হবেন। ব্যবসাতেও আজ লাভ বাড়বে মীন রাশির জাতকদের।
আরও খবর দেখুন