রাশিফল: হিন্দুধর্মে সোমবার হল মহাদেবের প্রিয় দিন। আজ ৯ সেপ্টেম্বর ২০২৪ সোমবার, বৈদিক পঞ্জিকা অনুসারে ভাদ্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথি। জ্যোতিষ গণনা অনুসারে আজ সর্বার্থ সিদ্ধি যোগ, বৈধৃতি যোগ ও রবি যোগের পাশাপাশি থাকবে বিশাখা ও অনুরাধা নক্ষত্রের প্রভাব। এই সব শুভ যোগের প্রভাবে আজকের দিনটি বিশেষ মাহাত্ম্যপূর্ণ হতে চলেছে ৫ রাশির জাতকের-
মিথুন রাশি: এই রাশির জাতকদের আজকের দিনটি বেশ বিলাসবহুল হতে চলেছে। উত্তরাধিকার সূত্রে সম্পত্তি লাভের যোগ আছে। বাড়িতে বিশেষ কোনও অতিথির আগমনে মন প্রফুল্লিত হয়ে উঠবে।
কর্কট রাশি: বৈধৃতি যোগের প্রভাবে আজকের দিনটি দারুণ কাটবে কর্কট রাশির জাতকদের। সন্ধেয় দারুণ আনন্দ করে সময় কাটাতে পারবেন। সন্তানের বিষয়ে কোনও ভালো খবর পেতে পারেন।
সিংহ রাশি: ব্যবসার ব্যাপক লাভের যোগ আছে সিংহ রাশির জাতকদের। তবে আজ কাউকে টাকা ধার দেবেন না। সন্ধেবেলাটা পরিবারের সঙ্গে আনন্দ করে কাটাতে পারবেন। আর্থিক ভাবে লাভবান হওয়ার যোগ আছে।
তুলা রাশি: মহাদেবের আশীর্বাদে আজ তুলা রাশির জাতকদের আর্থিক উন্নতি হবে। শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক উন্নত হবে। পাওনা টাকা আজ ফেরত পেতে পারেন। নতুন সম্পত্তি কেনার জন্য শুভ দিন।
মীন রাশি: গুরুজনদের আশীর্বাদে এবং সর্বার্থ সিদ্ধি যোগের প্রভাবে আজ উত্তরাধিকার সূত্রে বেশ কিছু অর্থ লাভ হতে পারে মীন রাশির জাতকদের। ব্যবসায় উন্নতি হবে। বন্ধুর সঙ্গে মনোমালিন্য মিটে যাবে।
আরও খবর দেখুন