রাশিফল: হিন্দুধর্মে শনিবার হল কর্মফলের দেবতা শনি ঠাকুরের প্রিয় দিন। আজ ১০ অগাস্ট ২০২৪ শনিবার, শ্রাবণ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথি। জ্যোতিষ গণনা অনুসারে আজ আধি যোগ ও সাধ্য যোগের পাশাপাশি থাকবে চিত্রা নক্ষত্রের প্রভাব। এই সব যোগের প্রভাবে আজকের দিনটি বিশেষ মাহাত্ম্যপূর্ণ হতে চলেছে বেশ কয়েকটি রাশির জাতকের জন্য-
বৃষ রাশি: শনির দেবের আশীর্বাদে আজ কোনও আত্মীয় বা প্রতিবেশীর কাছ থেকে খুব ভালো কোনও খবর পেতে চলেছেন বৃষ রাশির জাতকরা। এর ফলে আপনার মনে আজ প্রচুর আনন্দ থাকবে। পাশাপাশি ব্যবসায় প্রভূত উন্নতির যোগ আছে।
কর্কট রাশি: আজ সামাজিক কোনও কাজে সক্রিয় ভাবে অংশগ্রহণে সমাজে জনপ্রিয়তা ও প্রতিপত্তি বাড়বে। আধি যোগের শুভ প্রভাবে আজ আত্মবিশ্বাসের তুঙ্গে থাকবেন কর্কট রাশির জাতকরা। জীবনসঙ্গীর সঙ্গে কোনও বিষয়ে মনোমালিন্য চললে তা মিটে যাবে। কেরিয়ার সংক্রান্ত কোনও সুখবর পাবেন।
কন্যা রাশি: সাধ্য যোগের প্রভাবে আজ সম্পদ বৃদ্ধির যোগ আছে কন্যা রাশির জাতকদের। মোটা আর্থিক লাভেরও যোগ আছে। তবে আজ আপনার স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না। নিজের স্বাস্থ্যের আরও একটু খেয়াল রাখুন।
তুলা রাশি: চিত্রা নক্ষত্রের শুভ প্রভাবে আজ যে কাজে হাত দেবেন, তাতেই সাফল্য পাবেন তুলা রাশির জাতকরা। কেরিয়ারে ব্যাপক উন্নতির সুযোগ পাবেন। গ্রহরাজের কৃপায় আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে।
কুম্ভ রাশি: সন্তানের বিষয়ে আজ কোনও ভালো খবর পাওয়ায় মনে আনন্দ থাকবে কুম্ভ রাশির জাতকদের। শনির দেবের আশীর্বাদে কোনও বিনিয়োগ থেকে ভালো লাভ হতে পারেন কুম্ভ রাশির জাতকদের।
আরও খবর দেখুন