রাশিফল: হিন্দুধর্মে মঙ্গলবার হল বজরংবলীর প্রিয় দিন। আজ ১০ সেপ্টেম্বর ২০২৪ মঙ্গলবার, বৈদিক পঞ্জিকা অনুসারে ভাদ্র মাসের শুক্লপক্ষের সপ্তমী তিথি। আজকের দিনটি ললিতা সপ্তমী হিসেবে পঞ্জিকায় উল্লেখিত। জ্যোতিষ গণনা অনুসারে আজ প্রীতি যোগের পাশাপাশি থাকবে অনুরাধা ও জ্যেষ্ঠা নক্ষত্রের প্রভাব। এই সব যোগের প্রভাবে আজকের দিনটি বিশেষ মাহাত্ম্যপূর্ণ হতে চলেছে ৪ রাশির জাতকের-
মেষ রাশি: প্রীতি যোগের প্রভাবে আজ ভাগ্য খুলবে মেষ রাশির জাতকদের। বজরংবলীর কৃপায় ষড়যন্ত্র থেকে মুক্তি পাবেন। সম্পত্তি সংক্রান্ত যেকোনও লেনদেনের জন্য আজকের দিনটি শুভ। অবিবাহিতদের বিয়ের কথা পাকা হতে পারে।
কন্যা রাশি: আজ ললিতা সপ্তমীতে সব ধরনের আনন্দ লাভ করবেন কন্যা রাশির জাতকরা। বাড়ি বা গাড়ি কেনার দীর্ঘদিনের ইচ্ছে আজ পূরণ হতে পারে। পেশাগত জীবনে কিছু পজিটিভ পরিবর্তন হতে পারে। নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন।
ধনু রাশি: প্রীতি যোগের প্রভাবে আজ ধন লাভের যোগ রয়েছে ধনু রাশির জাতকদের। আজ সব কাজেই ব্যাপক সাফল্য আসবে। পরিবারের সঙ্গে আজ আনন্দ হুল্লোড় করে সময় কাটাতে পারবেন। কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা রয়েছে।
মকর রাশি: অনুরাধা নক্ষত্রের শুভ প্রভাবে এবং হনুমানজির আশীর্বাদে ব্যাপক উন্নতির যোগ আছে মকর রাশির জাতকদের। ধর্মীয় বিষয়ে আগ্রহ বাড়বে। বাড়িতে কোনও শুভ অনুষ্ঠানের আয়োজন হতে পারে। ব্যবসায় আর্থিক লাভের যোগ আছে।
আরও খবর দেখুন